আ.লীগ-বিএনপির ‘বিরল ঐক্য’!

টাইমস ন্যাশনাল
3 Min Read
চৌগাছার স্থায়ী পশুর হাট। ছবি: সংগৃহীত

যশোরে প্রায় দেড় কোটি টাকা কর ফাঁকির অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপি নেতাদের বিরুদ্ধে।

অভিযোগ বলা হয়েছে, চৌগাছার ঐতিহ্যবাহী স্থায়ী এ পশুর হাট থেকে চার বছরে ইজারাদার ও প্রভাবশালী রাজনৈতিক নেতাদের যোগসাজশে এই অর্থ আত্মসাৎ হয়। চক্রটি আবারও চৌগাছা পশুহাট দখলে নেয়ার পায়তারা করছে বলে জানা গেছে। টাইমস অব বাংলাদেশের অনুসন্ধানে উঠে এসেছে পৌরসভার কর ফাঁকির বিস্তারিত তথ্য।

জানা যায়,  ইয়ামুল অর রশীদ টিটো ৫৬ লাখ ২৮ হাজার ৫০০ টাকায় পৌরসভার কাছ থেকে চৌগাছা পশুর হাট ইজারা নেন। পাঁচ বছর অতিবাহিত হবার পরেও সেই টাকার ২৬ লাখ ৪ হাজার ২০০ টাকা পরিশোধ এখনো বাকি। অন্যদিকে, শামীম রেজা ৫৮ লাখ ৫০ হাজার টাকায় ইজারা নেন; কিন্তু তার কাছে ৫৫ লাখ ১২ হাজার টাকা পাবে পৌরসভা।

আসিফ ইকবাল ভুট্টো ৫৯ লাখ ৫০ হাজার টাকায় চৌগাছা পশুর হাটটি ইজারা নেন। তার কাছেও পৌরসভা ৩৩ লাখ ৩৮ হাজার টাকা পাবে। মিজানুর রহমান ৮০ লাখ ১৫ হাজার টাকায় ইজারা নেন। কিন্তু পৌরসভা এখন ৯ লাখ ৫৮ হাজার ৭৫০ টাকা তার কাছে পাবে। অর্থাৎ গত চার বছরে যশোরের চৌগাছা পৌরসভার এক কোটি ২৪ লাখ ১২ হাজার ৯৫০ টাকা রাজস্ব ফাঁকির তথ্য পাওয়া গেছে।

তবে পৌর প্রশাসক এখনো পৌর অনাদায়ের টাকা আদায়ের ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়নি।

অভিযোগ আছে, কর ফাঁকির সঙ্গে জড়িত সাবেক মেয়র নূর উদ্দীন আলম মামুন হিমেল ও তার সহযোগীরা। তারা হলেন- ইয়ামুল অর রশীদ টিটো, শামীম রেজা, আসিফ ইকবাল ভুট্টো, মিজানুর রহমান আবিদুর রহমান ও চৌগাছায় বিএনপির প্রভাবশালী নেতা পাতিবিলা ইউপি চেয়ারম্যান আতাউর রহমান লাল।

চৌগাছার ঠিকাদার আতিকুর রহমান অভিযোগ করেন, পৌরসভার সাবেক মেয়র নূর উদ্দীন আলম মামুন হিমেল, ইয়ামুল অর রশীদ টিটো, শামীম রেজা, আসিফ ইকবাল ভুট্টো, মিজানুর রহমান এবং পাতিবিলা ইউপি চেয়ারম্যান আতাউর রহমান লাল বিগত চার বছরে হাটের ইজারা প্রায় দেড় কোটি টাকা ফাঁকি দিয়েছে। তিনি ডাকের টাকা পরিশোধ না করেই হাট থেকে টাকা তুলেছের।

বিএনপি নেতা পাতিবিলা ইউপি চেয়ারম্যান আতাউর রহমান লাল তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘পৌরসভা ও আমার শ্বশুরের জায়গা মিলে পশুর হাটটি তৈরি। এ কারণে আমাকে মিথ্যা অপবাদ দিয়ে জড়ানো হচ্ছে। আমি দখল ও অর্থ লোপাটের সঙ্গে জড়িত নই।’

চৌগাছা পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহান জানান, চৌগাছা পশু হাট নিয়ে আদালতে মামলা চলছে। রায় হাতে পেলে নির্দেশ অনুযায়ী হাটের পরবর্তী কার্যক্রম পরিচালনা করা হবে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *