অযৌক্তিক ইস্যু নিয়ে নির্বাচন বিলম্বিত করার যড়যন্ত্র হচ্ছে: প্রিন্স

টাইমস ন্যাশনাল
2 Min Read
রোববার (৬ জুলাই) ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা, ইউনিয়ন ও বিভিন্ন কলেজ ছাত্রদলের মতবিনিময় সভা। ছবি: টাইমস

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, স্বৈরাচার ও ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে বিএনপি প্রশ্নাতীতভাবে অংগীকারবদ্ধ। স্বৈরাচার ও ফ্যাসিবাদ দ্বারা দেশের সঙ্গে বিএনপিও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি বলেন, ‘স্বৈরাচার ও ফ্যাসিবাদ মোকাবেলা করে বিএনপি টিকে আছে। আর যাতে এসবের পুনরুত্থান না ঘটে সে জন্য আন্তরিকভাবেই সংস্কার চায় বিএনপি। কিন্তু সংস্কারের নামে অযৌক্তিক ও জনসম্পৃক্তহীন নিত্য নতুন ইস্যু নিয়ে জটিলতা সৃষ্টি নির্বাচন বিলম্বিত করার যড়যন্ত্র হচ্ছে।’

রোববার দুপুরে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা, ইউনিয়ন ও বিভিন্ন কলেজ ছাত্রদলের মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

পরে এমরান সালেহ প্রিন্স উপজেলা ও ইউনিয়ন মহিলা দল এবং উপজেলা ও ইউনিয়ন ওলামা দলের নেবৃন্দের সঙ্গে পৃথক মতবিনিময় করেন।

ছাত্রদলের মতবিনিময় সভায় নেতৃবৃন্দের প্রতি তৃণমুল পর্যায়ে নিজ সংগঠনকে অধিকতর শক্তিশালী করার আহ্বান জানিয়ে তিনি বলেন, আগামী দিনে চ্যালেঞ্জ মোকবেলায় নিজেদেরকে প্রস্তুত থাকতে হবে। শত শহীদের রক্ত, গুম, খুনের শিকার সহকর্মীদের আত্মত্যাগ আর লাখো নেতাকর্মীর অবর্ণনীয় দুঃখে ফ্যসিবাদের অবসান হলেও পরিপূর্ণ বিজয় অর্জন হয়নি।

অতিদ্রুত নিরপেক্ষ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচন করে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। তবেই পরিপূর্ণ বিজয় ও গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের পথ প্রশস্থ হবে, যোগ করেন তিনি।

নেতাকর্মীদের প্রতিটি গ্রামে, ঘরে খালেদা জিয়া ও তারেক রহমানের সালাম পৌঁছে দিয়ে ধানের শীষের প্রচারণা এবং মহল বিশেষের বিএনপিবিরোধী প্রচারণায় জনগণ যাতে বিভ্রান্ত না হয় সে দিকে সতর্ক থাকার আহ্বানও জানান তিনি।

ধোবাউড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জালাল উদ্দিনের সভালতিত্বে ও সদস্য সচিব সাইফুল ইসলাম পলাশের সঞ্চালনায় অনুষ্ঠিত ছাত্রদলের মতবিনিময় সভায় ধোবাউড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি মফিজ উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক আযহারুল ইসলাম কাজল, সদস্য সচিব আনিসুর রহমান মনিক, যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটন, ফরহাদ রব্বানী সমন, আবদুল মোমেন শাহীন, জেলা যুবদলের সহসভাপতি আবুল কাশেম ডলার, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ফারুক হোসাইন এবং ছাত্র দলের নেতৃবৃন্দের মধ্যে উপজেলা ছাএদলের যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম, মোস্তাক আহমেদ, মেহেদী হাসান, আনোয়ার হোসেন, ধোবাউড়া আদর্শ ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি সারোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *