দু’বার অস্কারজয়ী অভিনেত্রী কেট ব্ল্যানচেট অভিনয় ছেড়ে দেবেন! লাইট-ক্যামেরা-অ্যাকশনের চেনা আঙিনা ছেড়ে অন্য কিছু করার ইচ্ছে তার। সাম্প্রতিক সময়ে তিনি বেশ কয়েকবার ইঙ্গিতে বুঝিয়েছেন, বড় পর্দা থেকে দূরে সরে যেতে আগ্রহী।
ব্রিটিশ সাপ্তাহিক ম্যাগাজিন রেডিও টাইমসকে দেওয়া নতুন এক সাক্ষাৎকারে ৫৫ বছর বয়সী এই তারকা বলেন, ‘যখনই এটা (অভিনয় ছেড়ে দেওয়া) বলি, আমার পরিবার মুখ ফিরিয়ে নেয়। কিন্তু আমি সত্যিই এটা চাই। অভিনয় ছেড়ে দেওয়ার ব্যাপারে আমি সিরিয়াস। জীবনে আরো অনেক কিছু করতে চাই আমি।’
গত বছর বিবিসি রেডিও ফোর-এর ‘দিস ন্যাচারাল লাইফ’ অনুষ্ঠানে কেট ব্ল্যানচেট অভিনয়ের প্রতি নিজের ভালো লাগার কথা জানিয়েছিলেন। তবে একইসঙ্গে তিনি উল্লেখ করেন, প্রকৃতি ও সংরক্ষণের প্রতি আবেগ থেকে অভিনয় ছেড়ে দেওয়ার ইচ্ছে আছে তার।

বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে দক্ষ ও ধনী অভিনেত্রীদের একজন হিসেবে দেখা হয় কেট ব্ল্যানচেটকে। মার্টিন স্করসেজি পরিচালিত ‘দি এভিয়েটর’ (২০০৪) চলচ্চিত্রে প্রয়াত আমেরিকান তারকা ক্যাথারিন হেপবার্ন চরিত্রে অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেত্রী হিসেবে অস্কার জিতেছেন তিনি। এরপর উডি অ্যালেনের ‘ব্লু জ্যাজমিন’ ছবিতে অনবদ্য নৈপুণ্যের সুবাদে সেরা অভিনেত্রী বিভাগের অস্কার উঠেছে তার হাতে।

কেট ব্ল্যানচেটের ঝুলিতে আরো আছে চারটি করে গোল্ডেন গ্লোব ও বাফটা অ্যাওয়ার্ডস। তার ক্যারিয়ারে উল্লেখযোগ্য চলচ্চিত্রের তালিকায় আরো আছে ‘টার’, ‘ক্যারল’, ‘আই অ্যাম নট দেয়ার’, ‘নোটস অন অ্যা স্ক্যান্ডাল’, ‘এলিজাবেথ: দ্য গোল্ডেন এজ’।

বিভিন্ন সময়ে বিখ্যাত কয়েকজন তারকা ভিন্ন জীবনযাত্রার লক্ষ্যে হলিউড থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। এ তালিকায় আছেন তিনবার করে অস্কারজয়ী ব্রিটিশ অভিনেতা ড্যানিয়েল ডে-লুইস ও আমেরিকান অভিনেতা জ্যাক নিকোলসন, কানাডিয়ান অভিনেতা-কমেডিয়ান রিক মোরানিস, প্রয়াত আমেরিকান অভিনেতা জিন হ্যাকম্যান, প্রয়াত ব্রিটিশ অভিনেতা শন কনারি, প্রয়াত আমেরিকান অভিনেত্রী গ্রেটা গার্বো।