বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থর স্ত্রী শেখ শাইরা শারমিন অবশেষে ব্যাংকক গেলেন।
রোববার দুপুর দেড়টায় থাই এয়ারওয়েজের টিজি-৩২২ ফ্লাইটে তিনি চিকিৎসার জন্য থাইল্যান্ড যান। তাদের ছোট মেয়ে মদিনা বিনতে আন্দালিব সঙ্গে রয়েছেন।
এর আগে গত মঙ্গলবার একই ফ্লাইটের যাত্রী হিসেবে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গেলে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তার গতিরোধ করে। বিমানবন্দর থেকে তাকে বাসায় ফেরত পাঠানো হয়।
শেখ শাইরা শারমিন সরাসরি রাজনীতিতে জড়িত না থাকলেও স্বামী এবং বাবার সূত্রে রাজনৈতিক পরিবারের সদস্য তিনি।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাতিজা, খুলনার সাবেক এমপি শেখ হেলাল উদ্দীনের মেয়ে শারমিন। তার ভাই শেখ তন্ময় বাগেরহাট-২ আসনে এবং চাচা শেখ জুয়েল ছিলেন খুলনার একটি আসনের সাবেক সংসদ সদস্য। জুলাই অভ্যুত্থানের পর তারা প্রত্যেকেই দেশ ছেড়েছেন।
অন্যদিকে শারমিনের স্বামী আন্দালিব রহমান পার্থ বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অন্যতম শরিক দলের প্রধান।
শাইরা শারমিন স্বামীর কারণে নয় পিতার কারণে বিদেশ যেতে বাধা পেয়েছেন, এমন আলোচনা চলছিল কয়েক দিন ধরে। সাবেক সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ স্ত্রী-কন্যার বিদেশে যেতে বাধার ঘটনায় ক্ষুদ্ধ প্রতিক্রিয়া জানান। তবে কী কারণে তাকে সেদিন বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়, সে বিষয় স্পষ্ট করেনি আইনশৃঙ্খলা বাহিনী।
গত ৮ মে গভীর রাতে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ ব্যাংককের ফ্লাইটে দেশত্যাগ করলে এ নিয়ে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়। বিতর্কের মুখে কয়েক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ঘটনা খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে সরকার। এ অবস্থায় বিমানবন্দরে চলছে কড়া নজরদারি।
রোববার বিমানবন্দর থেকে আটক করা হয়েছে বাংলা সিনেমার আলোচিত নায়িকা নুসরাত ফারিয়াকে।
এরই মাঝে বিদেশযাত্রায় বাধা কাটিয়ে শেখ শাইরা শারমিন ছোট মেয়েকে নিয়ে রোববার ব্যাংককের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বলে জানান বিজেপির মহাসচিব আব্দুল মতিন সাউদ।