চট্টগ্রামে গণতান্ত্রিক ছাত্র জোটের কর্মসূচিতে এক নারীকে লাথি মেরে ভাইরাল, বহিস্কৃত জামায়াত কর্মী আকাশ চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার বিকেলে চট্টগ্রাম কোতোয়ালি থানা এলাকা থেকে আকাশ চৌধুরীকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম।
তিনি বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে আকাশ চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের করা দ্রুত বিচার আইনের একটি মামলায় তাকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে।’
জানা যায়, একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলাম ‘মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাস’ পাওয়ার ঘটনায় বিক্ষোভ কর্মসূচি পালন করে গণতান্ত্রিক ছাত্র জোট। বুধবার বিকেলে এ কর্মসূচি শুরুর পর সেখানে মিছিল নিয়ে আসে ‘শাহবাগবিরোধী ঐক্য’ নামের একটি সংগঠন। এ সংগঠনের কতিপয় কর্মী হামলা চালালে ছাত্র জোটের ১২ জন আহত হন।
হামলার এ ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায় জামায়াতে ইসলামীর কর্মী আকাশ চৌধুরী বিভিন্নজনকে পেছন থেকে লাথি দিচ্ছেন। একজন নারীকে লাথি দিয়ে তিনি ফেলে দেন। ঘটনার পর থেকেই নেটিজেনরা তার পরিচয় প্রকাশ করে নিন্দা জানান। তখন পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারেনি।
৩০ মে রাতে জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরের সহকারী সেক্রেটারি মোহাম্মদ উল্লাহর সই করা এক বিবৃতিতে আকাশ চৌধুরী নামের কর্মীকে বহিষ্কারের কথা জানানো হয়।
অন্যদিকে হামলার ঘটনায় পুলিশ ওবাইদুর ও সেলিম নামে দুজনকে আটক করে এবং পুলিশ নিজে বাদী হয়ে দ্রুত বিচার আইনে একটি মামলা করে। এজাহারে আটক দুজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ২০ জনকে আসামি করা হয়।
সর্বশেষ গ্রেপ্তার আকাশ চৌধুরীকে পুলিশের দায়ের করা মামলাতেই গ্রেপ্তার দেখানো হয়েছে।