আইসিটির ফটকের সামনে বিস্ফোরণ

টাইমস রিপোর্ট
1 Min Read
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। ফাইল ফটো

রাজধানী ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটির) ফটকের সামনে ‘ককটেলসদৃশ পটকা’ বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর সাংবাদিকদের জানান, রোববার ভোর থেকে সকাল ৬টার মধ্যে ককটেলসাদৃশ্য পটকা বিস্ফোরণের ঘটনা ঘটে।

‘শিশু একাডেমি-সংলগ্ন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ফটকের সামনের ফুটপাতে এই ঘটনা ঘটে। অবশ্য ককটেলের ভেতরে যেসব জিনিস থাকে, এর মধ্যে তা নেই,’ যোগ করেন তিনি।

ওসি খালিদ মনসুর বলেন, ‘ওই ঘটনার আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন। ঘটনা সম্পর্কে সংশ্লিষ্ট সবাই অবহিত আছেন। এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা যায়নি। সিসিটিভি ফুটেজ দেখাসহ অন্যান্য কার্যক্রমও চলছে।’

জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে এ দিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *