রাজধানীর দারুস সালামের দ্বীপনগর এলাকায় শনিবার দুপুরে জনতার ‘বেধড়ক পিটুনিতে’ দুই যুবক নিহত হয়েছেন। দারুস সালাম জোনের সহকারী কমিশনার ইমদাদ হোসেন বিপুল জানিয়েছেন, দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, নিহতদের একজনের নাম তানভীর; অন্যজনের পরিচয় এখনও জানা যায়নি। প্রাথমিক তদন্তে জানা গেছে, দুজনই অভিযুক্ত মাদক কারবারি ও ছিনতাইকারী।
পুলিশ কর্মকর্তার ভাষ্যমতে, শুক্রবারই ওই এলাকায় মাদকবিরোধী একটি অভিযান চালানো হয়েছিল, যা স্থানীয়দের মাঝে উত্তেজনার জন্ম দেয়। এরই প্রেক্ষাপটে শনিবার দুপুরে ওই দুই যুবক এলাকায় ঢুকে প্রকাশ্যে ধারালো অস্ত্র নিয়ে মহড়া দেন বলে অভিযোগ উঠেছে।
এই পরিস্থিতিতে উত্তেজিত জনতা ওই দুজনকে ধরে পিটুনি দেয়, যা পরে প্রাণঘাতী হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠালে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থলে পুলিশি টহল জোরদার করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন সহকারী কমিশনার বিপুল।
পুলিশ বলছে, কারা বেধড়ক পিটুনির সঙ্গে জড়িত ছিল, তা চিহ্নিত করতে এলাকায় সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখার পাশাপাশি স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এ ঘটনায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মাদক ও ছিনতাইয়ের বিরুদ্ধে স্থানীয় জনতার ক্ষোভ রয়েছে বলে জানায় পুলিশ।