ফিরতি ঈদযাত্রায় ট্রেনের টিকিট বিক্রি চলছে

টাইমস রিপোর্ট
1 Min Read
প্রতীকী ছবি

ঈদুল আজহার পর রাজধানীমুখো মানুষের সুবিধার্থে বিশেষ ব্যবস্থায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। শনিবার শুরু হয়েছে ১০ জুনের ফিরতি ঈদযাত্রায় ট্রেনের টিকিট বিক্রি।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট এবং দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট অনলাইনে বিক্রি চলছে। ঈদ পরবর্তী যাত্রার জন্য সব টিকিট অনলাইনেই বিক্রি হবে।

এরপর ১১ জুনের টিকিট বিক্রি হবে ১ জুন, ১২ জুনের টিকিট ২ জুন, ১৩ জুনের টিকিট ৩ জুন, ১৪ জুনের টিকিট ৪ জুন এবং ১৫ জুনের টিকিট ৫ জুন বিক্রি করা হবে।

রেল কর্তৃপক্ষ বলছে, ঈদের পর ৭ দিনের ট্রেন যাত্রার টিকিট এই বিশেষ ব্যবস্থায় বিক্রি হচ্ছে এবং এসব টিকিট ফেরতযোগ্য নয়। একজন যাত্রী সর্বোচ্চ চারটি টিকিট একবারে কিনতে পারছেন। একাধিক টিকিট কেনার ক্ষেত্রে সহযাত্রীদের নাম নির্ধারিত করতে হবে।

ঈদে যাত্রীদের চাপ সামাল দিতে এবার বিশেষ ট্রেনও পরিচালনা করা হচ্ছে। অনলাইন টিকিট ব্যবস্থায় যেন কোনো ভোগান্তি না হয়, সে জন্য নেওয়া হয়েছে প্রযুক্তিগত ও প্রশাসনিক প্রস্তুতি।

যাত্রী ভোগান্তি দূর ও কালোবাজারী রোধে এবারও শতভাগ ট্রেন টিকিট বিক্রি হচ্ছে অনলাইনে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *