যুক্তরাজ্যে যথাযথ মর্যাদায় পালিত হলো বিএনপি’র প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদৎবার্ষিকী।
দলের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ সময় শনিবার লন্ডনে বিএনপির যুক্তরাজ্য শাখা এ উপলক্ষে কোরান খতম ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করে।
এতে উপস্থিত ছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বার্তা সংস্থা বাসস জানায়, প্রতি বছর জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী হিসেবে পালনে কেন্দ্রীয়ভাবে বিএনপি ও এর সহযোগী সংগঠন নানা কর্মসূচি পালন করে। এ বছর এ উপলক্ষে টানা ৮ দিনের কর্মসূচি পালিত হচ্ছে।
এর মধ্যে রয়েছে আলোচনা সভা, পোস্টার ও বিশেষ ক্রোড়পত্র প্রকাশ, কালো ব্যাজ ধারণ, কালো পতাকা উত্তোলন, জিয়ার কবরে ফুল দেওয়া ও ফাতেহা পাঠ, দরিদ্রদের মধ্যে খাদ্য ও বস্ত্রসামগ্রী বিতরণ।
২৬ মে থেকে শুরু হওয়া এ কর্মসূচি চলবে ২ জুন পর্যন্ত।