ম্যানইউর প্রাক্তন বসের সঙ্গে চুক্তি ২০২৭ পর্যন্ত
বুন্দেসলিগার ক্লাব বায়ার লেভারকুজেন তাদের নতুন কোচ হিসেবে ঘোষণা করেছে এরিক টেন হ্যাগকে। ৫৫ বছর বয়সী এই ডাচ কোচ ক্লাবটির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন ৩০ জুন ২০২৭ পর্যন্ত, দায়িত্ব বুঝে নেবেন ২০২৫–২৬ মৌসুম শুরুর আগে, ১ জুলাই থেকে।
ম্যানচেস্টার ইউনাইটেডে তাঁর মেয়াদে ক্যারাবাও কাপ (২০২৩) ও এফএ কাপ (২০২৪) জেতা টেন হাগ এবার আসছেন বুন্দেসলিগায় নতুন চ্যালেঞ্জ নিতে।
লেভারকুজেনের ক্রীড়া পরিচালক সাইমন রলফেস বলেন, “এরিক টেন হ্যাগ এমন একজন অভিজ্ঞ কোচ যিনি অ্যায়াক্সে অসাধারণ সাফল্য পেয়েছেন। তিনটি লিগ শিরোপা ও দুটি কাপ জয় করে ২০১৮ থেকে ২০২২ পর্যন্ত ডাচ ফুটবলে দাপট দেখিয়েছেন তিনি। ইউনাইটেডেও কঠিন পরিস্থিতিতে কোচ হিসেবে নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন।”
রলফেস আরও জানান, “তাঁর সঙ্গে আমাদের ফুটবল-দর্শনের দারুণ মিল রয়েছে। লেভারকুজেন যে টেকনিক্যাল ও আধিপত্যশীল খেলা খেলে, সেটা ধরে রেখে আমরা বুন্দেসলিগা, ডিএফবি পোকাল এবং চ্যাম্পিয়নস লিগে বড় কিছু করতে চাই।”
নতুন দায়িত্ব নিয়ে টেন হ্যাগ বলেন, “লেভারকুজেন শুধু জার্মানিতেই নয়, ইউরোপেরও অন্যতম শীর্ষ ক্লাব। ক্লাবটির অবকাঠামো, পরিকল্পনা, ও উচ্চাশা আমাকে দারুণভাবে টেনেছে। আমি এখানে এসেছি সেই উচ্চাকাঙ্ক্ষা এগিয়ে নিতে, এবং এই ট্রাঞ্জিশনের সময়টায় একটি প্রতিযোগিতামূলক দল গড়ে তোলার চ্যালেঞ্জ নিতে।”
এরিক টেন হ্যাগের এই নিয়োগ নতুন এক অধ্যায়ের সূচনা করছে লেভারকুজেনের জন্য, যারা ঘরোয়া ও ইউরোপীয় মঞ্চে আরও বড় স্বপ্ন দেখছে।