ইরান, ইরাক, ব্রাজিলসহ যেসব দেশের ছবি পুরস্কার পেলো কানে

টাইমস রিপোর্ট
7 Min Read
স্বর্ণপাম হাতে জাফর পানাহি, (পেছনে) অন্য বিজয়ীরা । ছবি: কান উৎসবের ওয়েবসাইট

কান চলচ্চিত্র উৎসবের ৭৮তম আসরের পর্দা নামলো। ফ্রান্সের দক্ষিণে ভূমধ্যসাগরের তীরে গত ১৩ মে এর উদ্বোধন হয়। শনিবার (২৪ মে) পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হলো ১২ দিনের এই বর্ণিল আয়োজন। একনজরে এবারের পুরো বিজয়ী তালিকা দেখে নিন।

মূল প্রতিযোগিতা
স্বর্ণপাম: ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট (জাফর পানাহি, ইরান)
গ্রাঁ প্রিঁ: সেন্টিমেন্টাল ভ্যালু (ইয়োওয়াকিম ত্রিয়ের, নরওয়ে/ডেনমার্ক)
জুরি প্রাইজ: সিরেত (অলিভের লাসে, স্পেন), সাউন্ড অব ফলিং (মাশা শিলিনস্কি, জার্মানি)
স্পেশাল প্রাইজ: রেজারেকশন (বাই গান, চীন)
সেরা অভিনেতা: ওয়াগনার মোরা (দ্য সিক্রেট এজেন্ট, ব্রাজিল)
সেরা অভিনেত্রী: নাদিয়া মেলিতি (দ্য লিটল সিস্টার, ফ্রান্স)
সেরা পরিচালক: ক্লেবার মেনদোঙ্কা ফিলো (দ্য সিক্রেট এজেন্ট, ব্রাজিল)
সেরা চিত্রনাট্যকার: জ্যঁ-পিয়ের ও লুক দারদেন (ইয়াং মাদার’স, বেলজিয়াম)
** বিচারক: ফরাসি অভিনেত্রী জুলিয়েট বিনোশ, ভারতীয় পরিচালক পায়েল কাপাডিয়া, অস্কারজয়ী আমেরিকান অভিনেত্রী হ্যালি বেরি, অভিনেতা জেরেমি স্ট্রং, ইতালিয়ান অভিনেত্রী আলবা ররওয়াকার, ফরাসি-মরোক্কান লেখক লেইলা স্লিমানি, কঙ্গোর পরিচালক দিয়ুদো আমাদি, কোরিয়ান পরিচালক হং স্যাং সু, মেক্সিকা পরিচালক কার্লোস রেগাদাস।

(বাঁ থেকে) এল ফ্যানিং, ইঙ্গা ইবসডতের লিলিয়স, ইয়োওয়াকিম ত্রিয়ের, রেনোট রাইন্সবে ও আলেকজান্ডার স্কার্সগর্ড । ছবি: কান উৎসবের ওয়েবসাইট

কারিগরি পুরস্কার
সিএসটি আর্টিস্ট-টেকনিশিয়ান অ্যাওয়ার্ড: চিত্রগ্রহণে রুবেন ইমপেন্স, শব্দমিশ্রণে স্টেফান থিবোঁ (চলচ্চিত্র: আলফা)
সিএসটি নবীন নারী ফিল্ম টেকনিশিয়ান অ্যাওয়ার্ড: এপোনাইন মোমেনসো (চিত্রগ্রহণ, চলচ্চিত্র: কনেমারা)

আঁ সাঁর্তে রিগা
সেরা চলচ্চিত্র: দ্য মিস্টেরিয়াস গেজ অব দ্য ফ্লামিঙ্গো (দিয়েগো পেসপেদেস, চিলি)
জুরি প্রাইজ: অ্যা পয়েট (সিমন মেসা সোতো, কলম্বিয়া)
সেরা অভিনয়শিল্পী: ক্লিও দিয়ারা (আই অনলি রেস্ট ইন দ্য স্টর্ম), ফ্রাঙ্ক ডিলেন (আর্কিন, যুক্তরাজ্য)
সেরা পরিচালক: আরব ও টারজান নাসের (ওয়ান্স আপন অ্যা টাইম ইন গাজা, ফিলিস্তিন)
সেরা চিত্রনাট্যকার: পিলিয়ন (হ্যারি লাইটন, যুক্তরাজ্য)
** বিচারক: ব্রিটিশ পরিচালক-চিত্রগ্রাহক মলি ম্যানিং ওয়াকার, আর্জেন্টাইন অভিনেতা নাহুয়েল পেরেজ বিস্কায়ার্ট, ফরাসি-সুইস পরিচালক লুইস কোরভয়জিয়ের, রটারড্যাম ফিল্ম ফেস্টিভ্যালের পরিচালক ও ক্রোয়েশিয়ান ফিল্ম প্রোগ্রামার ভানিয়া কালুজেরচিচ, ইতালিয়ান পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার রবের্তো মিনারভিনি।

সম্মানসূচক স্বর্ণপাম
সম্মানসূচক স্বর্ণপাম: রবার্ট ডি নিরো, ডেনজেল ওয়াশিংটন

আলিস ররওয়াকার ও হাসান হাদি । ছবি: কান উৎসবের ওয়েবসাইট

গোল্ডেন ক্যামেরা
ক্যামেরা দ’র: হাসান হাদি (দ্য প্রেসিডেন্ট’স কেক, ইরাক)
স্পেশাল মেনশন: আকিনোলা ডেভিস জুনিয়র (মাই ফাদার’স শ্যাডো, নাইজেরিয়া)
** বিচারক: ইতালিয়ান পরিচালক আলিস ররওয়াকার, আলজেরিয়ান-ফরাসি নির্মাতা ও অভিনেতা রাশিদ হামি, ফরাসি চলচ্চিত্র সমালোচক ফ্রেদেরিক মেরসিয়ের, ফরাসি নির্মাতা ও অভিনেত্রী জেরাল্ডিন নাকাশ, নয়্যার লুমিয়েরের সিইও তমাসো ভেরগাল্লো।

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র
স্বর্ণপাম: আই অ্যাম গ্ল্যাড ইউ আর ডেড নাউ (তৌফিক বারহোম, ইসরায়েল)
স্পেশাল মেনশন: আলী (আদনান আল রাজীব, বাংলাদেশ)
** বিচারক: জার্মান পরিচালক মারেন আদে, আমেরিকান পরিচালক রেইনাল্ডো মার্কাস গ্রিন, ফরাসি গায়িকা-অভিনেত্রী ক্যামেলিয়া জর্ডানা, স্প্যানিশ প্রযোজক হোসে মারিয়া প্রাদো গার্সিয়া, ক্রোয়েশিয়ান পরিচালক নেবয়শা স্লিয়েপসেভিচ।

কান উৎসবের ফটোকলে আদনান আল রাজীব ও তৌফিক বারহোম। ছবি: কান উৎসবের ওয়েবসাইট

লা সিনেফ
প্রথম পুরস্কার: ফার্স্ট সামার (পরিচালক: হেয়ো গায়ং, কোরিয়ান অ্যাকাডেমি অব ফিল্ম আর্টস; দক্ষিণ কোরিয়া)
দ্বিতীয় পুরস্কার: টুয়েলভ মোমেন্টস বিফোর দ্য ফ্ল্যাগ-রাইজিং সিরিমনি (পরিচালক: জু জিজেং, বেইজিং ফিল্ম অ্যাকাডেমি; চীন)
তৃতীয় পুরস্কার: সেপারেটেড (পরিচালক: মিকি তানাকা, এনবু সেমিনার; জাপান), উইন্টার ইন মার্চ (পরিচালক: নাটালি মিরজাইয়ান, এস্টোনিয়ান অ্যাকাডেমি অব আর্টস; এস্টোনিয়া)

ইমারসিভ পুরস্কার
সেরা ইমারসিভ কাজ: ফ্রম ডাস্ট (মিশেল ফন দের আ, নেদারল্যান্ডস)
** বিচারক: ফরাসি পরিচালক লুক জ্যাক, আমেরিকান সংগীতশিল্পী, পরিচালক ও লেখক লরি অ্যান্ডারসন, ফরাসি সাহিত্যিক ও পারফরমার তানিয়া দ্যু মোন্তেনি, ব্রিটিশ পরিচালক, চিত্রনাট্যকার ও শিল্পী মার্থা ফিয়েন্স, জাপানিজ ভিডিও গেম ক্রিয়েটর তেতসুয়া মিজুগুচি।

ক্লেবার মেনদোঙ্কা ফিলো । ছবি: কান উৎসবের ওয়েবসাইট

মুক্ত পুরস্কার
ফিপরেসি
মূল প্রতিযোগিতা: দ্য সিক্রেট এজেন্ট (ক্লেবার মেনদোঙ্কা ফিলো, ব্রাজিল)
আঁ সাঁর্তে রিগা: আর্চিন (হ্যারিস ডিকিনসন, যুক্তরাজ্য)
সমান্তরাল বিভাগ (ক্রিটিকস’ উইক): ড্যান্ডেলিয়ন’স ওডিসি (মোমোকো সেতো, ফ্রান্স/বেলজিয়াম)

৬৪তম ক্রিটিকস’ উইক
গ্র্যান্ড প্রাইজ (সেরা পূর্ণদৈর্ঘ্য সিনেমা): অ্যা ইউজফুল গোস্ট (রাতচাপুম বুনবুনচাচোক, থাইল্যান্ড)
ফ্রেঞ্চ টাচ জুরি প্রাইজ: ইমাগো (দেনি উমার পিতসেভ, ফ্রান্স)
রাইজিং স্টার অ্যাওয়ার্ড (লুই রোদ্যুরের ফাউন্ডেশন): তিয়োদর পেলেরাঁ (সিনেমা: নিনো, ফ্রান্স)
লাইৎজ সিনে ডিসকোভারি প্রাইজ (সেরা শর্টফিল্ম): দ্য মাইন (রান্দা মারুফি, মরক্কো)
গ্যান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড (ফরাসি পরিবেশনা): লেফট-হ্যান্ডেড গার্ল (শি চিং সু, তাইওয়ান)
এসএসিডি অ্যাওয়ার্ড (সেরা গল্পকার-চিত্রনাট্যকার): গিয়ের্মো গালোয় ও ভিক্তর আলোনসো-বেরবেল (সিনেমা: স্লিপলেস সিটি, স্পেন)
ক্যানাল প্লাস অ্যাওয়ার্ড (সেরা শর্টফিল্ম): এরোজেনেসিস (সান্ড্রা পপেস্কু, জার্মানি)
** বিচারক: স্প্যানিশ পরিচালক রদ্রিগো সরোগোয়েন, অস্কারজয়ী ব্রিটিশ অভিনেতা ড্যানিয়েল কালুইয়া, ফরাসি-কানাডিয়ান চিত্রগ্রাহক জোজে দেয়েঁ, ইন্দোনেশিয়ান প্রযোজক ইউলিয়া এভিনা ভারা ও মরোক্কান ফিল্ম সমালোচক জিহান বুগ্রিন

৫৭তম ডিরেক্টরস’ ফোর্টনাইট
অডিয়েন্স চয়েস অ্যাওয়ার্ড (৭৫০০ ইউরো): দ্য প্রেসিডেন্ট’স কেক (হাসান হাদি, ইরাক)
সেরা ইউরোপিয়ান সিনেমা (ইউরোপা সিনেমাস লেবেল অ্যাওয়ার্ড): ওয়াইল্ড ফক্সেস (ভ্যালেরি কারনয়, বেলজিয়াম)
সেরা ফরাসি ভাষার সিনেমা (এসএসিডি অ্যাওয়ার্ড): ওয়াইল্ড ফক্সেস (ভ্যালেরি কারনয়, বেলজিয়াম)
ক্যারোস দ’র: আমেরিকান পরিচালক টড হেইন্স

(বাঁ থেকে) ইউজিন জারেকি ও দেনি উমার পিতসেভ । ছবি: এক্স

গোল্ডেন আই (সেরা প্রামাণ্যচিত্র)
গোল্ডেন আই (৫ হাজার ইউরো): ইমাগো (দেনি উমার পিতসেভ, ফ্রান্স/বেলজিয়াম)
স্পেশাল জুরি প্রাইজ (গোল্ডেন আই পুরস্কারের ১০ম বার্ষিকী): দ্য সিক্স বিলিয়ন ডলার ম্যান (ইউজিন জারেকি, যুক্তরাষ্ট্র)
** বিচারক: ফরাসি অভিনেত্রী জুলি গায়েঁ, চিলির পরিচালক কারমেন কাস্তিয়ো, কঙ্গোলিজ-বেলজিয়ান অভিনেতা মার্ক জিঙ্গা, ফরাসি প্রযোজক জুলিয়েট ফেভ্রল রেনুঁ ও সুইস ফিল্ম আর্কাইভের পরিচালক ফ্রেদেরিক মেয়ার।
** আয়োজক: সিভিল সোসাইটি অব মাল্টিমিডিয়া অথোরস (এসসিএএম)

কান সাউন্ডট্র্যাক অ্যাওয়ার্ড
সেরা সাউন্ডট্র্যাক: কংদিং রে (সিরেত, ফ্রান্স)

প্রিঁ ফ্রঁসোয়া শ্যালে
ফ্রঁসোয়া শ্যালে প্রাইজ: টু প্রসিকিউটরস (সের্গেই লজনিৎজা, ইউক্রেন)

সিটিজেনশিপ অ্যাওয়ার্ড
সিটিজেনশিপ প্রাইজ: ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট (জাফর পানাহি, ইরান)

আর্টহাউস সিনেমা অ্যাওয়ার্ডস
এএফসিএই আর্টহাউস সিনেমা অ্যাওয়ার্ড: দ্য সিক্রেট এজেন্ট (ক্লেবার মেনদোঙ্কা ফিলো, ব্রাজিল)
স্পেশাল মেনশন: সিরেত (অলিভের লাসে, ফ্রান্স/স্পেন)

পাম ডগ (সেরা কুকুর অভিনয়শিল্পী)
২৫তম পাম ডগ অ্যাওয়ার্ড: পান্ডা (দ্য লাভ দ্যাট রিমেইনস, আইসল্যান্ড)
গ্র্যান্ড জুরি প্রাইজ: পিপা (সিনেমা: সিরেট, স্পেন)
মাট মোমেন্ট: হিপ্পো (সিনেমা: পিলিয়ন, যুক্তরাজ্য)

কুইয়ার পাম (সমকামী সিনেমা)
সেরা সিনেমা: লিটল সিস্টার (আফসিয়া আর্জি, ফ্রান্স)
সেরা শর্টফিল্ম (ক্রিটিকস’ উইক): ব্লিট! (অনন্ত বালাসুব্রহ্মণ্যম, মালয়েশিয়া/ফিলিপাইন/ফ্রান্স)
** বিচারক: ফরাসি পরিচালক ক্রিস্তফ অঁনোরে, ব্রাজিলিয়ান পরিচালক মার্সেলো কেতানো, আমেরিকান ফিল্ম প্রোগ্রামার ফরিদা গাবাদামসি, ফরাসি সংগীতশিল্পী লিয়োনি পারনে, ফরাসি সাংবাদিক টিমি জপে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *