ফের নগর ভবনে ইশরাক সমর্থকদের অবস্থান, পরিষেবা বন্ধ

টাইমস রিপোর্ট
2 Min Read
ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগরভবন ‘ব্লকেড’ করেন সমর্থকরা। সাম্প্রতিক ছবি: ফোকাস বাংলা
Highlights
  • ইশরাক সমর্থকদের দাবি, আদালতের রায় ও গেজেট অনুযায়ী তাকে মেয়র হিসেবে শপথ পড়ানো ও দায়িত্ব বুঝিয়ে দেওয়া জরুরি।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে ইশরাক হোসেনকে দায়িত্ব দেওয়ার দাবিতে শনিবার সকাল থেকে আবারও নগর ভবনে অবস্থান কর্মসূচি শুরু করেছেন তার সমর্থকরা। তারা বলছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

গত ১৪ মে থেকে টানা ছয়দিন এ কর্মসূচি শুরু হলে নগর ভবনের স্বাভাবিক কার্যক্রম বন্ধ হয়ে যায়। স্থানীয় সরকার বিভাগের কার্যালয়সহ পুরো নগর ভবনের গেট আবারও হয়ে পড়ে তালাবদ্ধ। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীবও অফিস করতে পারেননি।

সেখানে আবারও একই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। নগর ভবনে পরিষেবা ব্যাহত হওয়ায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ নাগরিক।

ইশরাক সমর্থকরা ৪৮ ঘণ্টা কাকরাইলের মোড়ে অবস্থান নিলে আদালতের রায় বিএনপির পক্ষে গেলে বৃহস্পতিবার আন্দোলন স্থগিতের ঘোষণা আসে।

কিন্তু শনিবার দুপুর ১১টা থেকে আবার নগর ভবনে আবারো বিক্ষোভ শুরু হয়। ‘ঢাকাবাসী’র ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছেন সাবেক সচিব মশিউর রহমান। তিনি বলেন, ‘ইশরাকের পক্ষ থেকে আন্দোলন স্থগিত হলেও ঢাকাবাসীর পক্ষ থেকে শুরু হওয়া কর্মসূচি চলমান আছে।’

এর আগে ২৭ মার্চ একটি ট্রাইব্যুনাল ২০২০ সালের ডিএসসিসি নির্বাচনের ফল বাতিল করে ইশরাককে মেয়র ঘোষণা করে। নির্বাচন কমিশন ২৭ এপ্রিল গেজেট প্রকাশ করলেও জনৈক বাসিন্দা এর বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন। তবে গত বৃহস্পতিবার হাইকোর্ট রিট খারিজ করে দেয়।

এ অবস্থায় ইশরাক সমর্থকদের দাবি, আদালতের রায় ও গেজেট অনুযায়ী তাকে মেয়র হিসেবে শপথ পড়ানো ও দায়িত্ব বুঝিয়ে দেওয়া জরুরি।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *