পররাষ্ট্র সচিব সরে যেতে চান: তৌহিদ

টাইমস রিপোর্ট
1 Min Read
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ছবি: সংগৃহীত

অপসারণ নয়, পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন নিজেই তার দায়িত্ব থেকে সরে যেতে চান বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ঘটনার উল্লেখ করে পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনকে সরকার সরিয়ে দিচ্ছে, এমন আলোচনায় সরব অনেকে।

এসব গুঞ্জনের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, ‘আগামী কয়েক দিনের মধ্যে তিনি (জসীম) তার বর্তমান পদ ছেড়ে দিতে পারেন। তার নিজের অনুরোধেই এ দায়িত্ব পরিবর্তন করা হচ্ছে। বিভিন্ন কারণে তিনি এই দায়িত্ব ছেড়ে দিতে চান। তবে তিনি সরকারি চাকরিতে থাকছেন, তার দায়িত্ব পরিবর্তন হবে। অপসারণের কোনো বিষয় এখানে নেই।’

নতুন পররাষ্ট্র সচিবের নিয়োগ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘কয়েক দিনের মধ্যেই জানতে পারবেন।’

গত এপ্রিল মাসে সরকার জেনেভায় জাতিসংঘ কার্যালয়ে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ও সুইজারল্যান্ডে রাষ্ট্রদূত মোহাম্মদ সুফিউর রহমানকে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

এ প্রসঙ্গে ‘পদমর্যাদার’ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘তিনি এখনও যোগদান করেননি। তিনি যখন দায়িত্ব কখন গ্রহণ করবেন, তখন সরকার সিদ্ধান্ত নেবে।’

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *