বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে এবার নগর ভবনের প্রধান ফটকে মঞ্চ করে টানা অবস্থান কর্মসূচি শুরু করেছেন তার সমর্থকরা।
মঙ্গলবার সকাল ১০টা থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে এসে তারা নগর ভবনের সামনে জড়ো হন এবং মঞ্চের সামনে অবস্থান নেন।
সড়কে অবস্থান নেওয়ার কারণে বঙ্গবাজার থেকে গুলিস্তান গোলাপশাহ মাজার পর্যন্ত রাস্তা বন্ধ রয়েছে, ফলে ওই এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে।
অবস্থান সমাবেশের মঞ্চ থেকে জাতীয় সংগীত ও দেশাত্মবোধক গান বাজানো হচ্ছে। ইশরাককে মেয়র পদে বসানোর পাশাপাশি স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগ দাবি করে শ্লোগান তুলছেন সমর্থকরা।
তাদের অভিযোগ, আদালতের রায় ও নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের পরও উপদেষ্টার হস্তক্ষেপেই ইশরাকের শপথ আটকে আছে।
গত সপ্তাহের বুধবার থেকে শুরু হওয়া এই টানা অবস্থান কর্মসূচির কারণে নগর ভবনের দাপ্তরিক কাজ বন্ধের পাশাপাশি ভোগান্তিতে পড়েছেন সেবাগ্রহীতারা।
এদিকে, ইশরাক সমর্থকদের এ আন্দোলনের তীব্র সমালোচনা করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া। নগর ভবনের চলমান আন্দোলনকে ‘গায়ের জোরে দখলচেষ্টা’ বলে মন্তব্য করে সোমবার ফেসবুক পোস্ট দেন তিনি।
আসিফ মাহমুদ বলেন, ‘নগর ভবনের সামনে তালা ঝুলিয়ে আন্দোলন করে বিএনপি আসলে আদালতের রায়কে ভুলভাবে ব্যাখ্যা করছে এবং জনগণের ভোগান্তি বাড়াচ্ছে।’
তিনি জানান, ‘ইশরাকের শপথ না হওয়া প্রসঙ্গে অন্তত ১০টি আইনগত ও প্রশাসনিক জটিলতা রয়েছে, যার সমাধান ছাড়া দায়িত্ব গ্রহণ সম্ভব নয়।’