নারী নির্যাতনের একটি মামলায় সঙ্গীতশিল্পী মাইনুল আহসান নোবেলকে গ্রেপ্তার করেছে ডেমরা থানা পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-কমিশনার তালিবুর রহমান জানান, সোমবার রাত আড়াইটার দিকে ডেমরার স্টাফ রোড এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে রুবেলকে গ্রেপ্তার করা হয়েছে।
‘তার বিরুদ্ধে ডেমরা থানায় নারী নির্যাতনে একটি মামলা রয়েছে। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে,’ উল্লেখ করেন তিনি।
ভিন্ন একটি সূত্র জানিয়েছে, ভুক্তভোগী নারী ইডেন কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। ভুক্তভোগীকে ঢাকা মেডিকেলের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। তার বাড়ি টাঙ্গাইলে। থাকতেন ঢাকার মোহাম্মদপুরে। ৭ মাস ধরে নোবেল মেয়েটিকে ধর্ষণ করে আসছিলেন বলে অভিযোগ পেয়েছে পুলিশ।
২০১৯ সালে ভারতের পশ্চিমবঙ্গের জি বাংলা চ্যানেলের গানবিষয়ক রিয়েলিটি শো ‘সারেগামাপা’-তে গান গেয়ে দুই বাংলায় রাতারাতি সুনাম অর্জন করেন নোবেল।
তবে মাদকাসক্তি, স্টেজ ভাঙচুর, স্ত্রী নির্যাতন ও বিচ্ছেদের মামলা, টাকা নিয়ে শো না করার প্রতারণা মামলা – এমন নানা অভিযোগে প্রশ্নবিদ্ধ হন তিনি। ২০২৩ সালে নারী অপহরণের মামলায়ও অভিযুক্ত হন নোবেল।
২০২৪ সালে বেশ কিছুদিন মাদক নিরাময় কেন্দ্রে চিকিৎসা নিয়ে সম্প্রতি তিনি গানের জগতে ফিরে এসেছিলেন । কিন্তু এরপর আবারও অপরাধে জড়ালেন নোবেল।