নার্সিং শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ

টাইমস রিপোর্ট
1 Min Read
নার্সিং শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ। ছবি: ফোকাস বাংলা

বাংলাদেশের সর্বস্তরের ডিপ্লোমা ইন নার্সিং এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমানের স্বীকৃতির দাবিতে ঢাকার শাহবাগে সড়ক অবরোধ করেছেন নার্সিং শিক্ষার্থীরা।

বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ‘ডিপ্লোমা ইন নার্সিং ও মিডওয়াইফারি ডিগ্রি বাস্তবায়ন কমিটি’র ব্যানারে শিক্ষার্থীরা সড়কে অবস্থান নেন। আন্দোলনকারীদের অবস্থানের ফলে ঢাকার গুরুত্বপূর্ণ এই মোড়ে দীর্ঘক্ষণ যানবাহন চলাচল বন্ধ থাকে। পুলিশের অনুরোধে পরে তারা অবস্থান কিছুটা বদল করলেও শাহবাগ ছাড়েননি।

দাবি আদায়ে শাহবাগ অবরোধ করেন নার্সিং শিক্ষার্থীরা। ছবি: ফোকাস বাংলা

আন্দোলনরত শিক্ষার্থী আবু সাঈদ বলেন, ‘এইচএসসি পাসের পর আমরা প্রচলিত ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স দুটিকে ভর্তি হয়ে থাকি। এ দুটি কোর্সকে স্নাতক সমমান (ডিগ্রি পাস কোর্স) হিসেবে স্বীকৃতি দিতে হবে।’

রাজধানীতে বুধবার সকালে প্রথমে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের সামনে সমাবেশ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। পরে তারা দাবি পূরণের আশ্বাস না পেয়ে শাহবাগে সড়ক অবরোধ করেন।

ডিপ্লোমা ইন নার্সিং ও মিডওয়াইফারি ডিগ্রি বাস্তবায়ন কমিটির সদস্য আকাশ মিয়া বলেন, ‘আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিলাম। আমাদের দাবি পূরণে আজ এক ঘণ্টা সময় দিয়েছিলাম বিএনঅ্যান্ডএমসিকে। কিন্তু উনারা দাবি পূরণে কোনো ব্যবস্থা নেননি। এজন্য আমরা এখানে অবস্থান নিয়েছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে যাব না।’

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *