রাজধানী গুলশানে শরিফুল আলম করিম (৩৫) নামে এক ব্যবসায়ীকে চাঁদা না দেওয়ায় গুলি করার অভিযোগ মিলেছে। গুলিবিদ্ধ ব্যবসায়ী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে গুলশান লেকপাড় এলাকায় এই গুলির ঘটনা ঘটে।
ব্যবসায়ীর মামাশ্বশুর মোহাম্মদ জাহিদ জানান, শরিফুল আলম করিম গুলশান-১ লেকের পাশে নার্সারীর ব্যবসা করেন। তার বাসা দক্ষিণ খানের গাওয়াইর এলাকায়। শরিফুল মঙ্গলবার দুপুরে লেকপাড় এলাকা দিয়ে হেটে যাওয়ার সময় হামলার শিকার হন।
একমাস আগে পিচ্চি রুবেল নামে এক সন্ত্রাসী শরিফুলের কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেছিল বলে জানান জাহিদ। চাঁদার টাকা দিতে রাজি না হওয়ায় মঙ্গলবার দুপুরে শরিফুলকে একা পেয়ে ঘিরে ধরে ৩/৪ জন সন্ত্রাসী। তারা চাঁদার টাকা নিয়ে ফের কথা শুরু করলে শরিফুলের সাথে কথা কাটাকাটি হয়।
সন্ত্রাসীরা এক পর্যায়ে পিস্তল বের করে শরিফুলের পেটের বাম পাশে গুলি করে। আহত শরিফুলকে স্থানীয়রা উদ্ধার করে পাশের একটি হাসপাতালে নেন। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, গুলিবিদ্ধ শরিফুলকে হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ ঘটনায় মঙ্গলবার রাত পর্যন্ত থানায় মামলা হয়নি। পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।