বহুল প্রতীক্ষিত পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ২০২৫ আসরের বাকি অংশ শুরু হচ্ছে ১৭ মে, আর ফাইনাল অনুষ্ঠিত হবে ২৫ মে—এমনটাই নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ভারত-পাকিস্তান সীমান্তে সাম্প্রতিক উত্তেজনার কারণে হঠাৎ স্থগিত হওয়া টুর্নামেন্টটি এক সপ্তাহ পিছিয়ে শেষ করা হচ্ছে।
পিসিবি চেয়ারম্যান মোহসিন নাকভি সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ বিষয়টি ঘোষণা দেন। তিনি লেখেন, “এইচবিএল পিএসএল ১০ আবার শুরু হচ্ছে ঠিক যেখান থেকে থেমেছিল। ৬ দল, কোনো ভয় নেই। ১৭ মে থেকে শুরু ৮টি রোমাঞ্চকর ম্যাচ, যার চূড়ান্ত পরিণতি ২৫ মে’র গ্র্যান্ড ফাইনাল। সবার জন্য শুভকামনা!”
যদিও এখনও ভেন্যু ও পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হয়নি, ধারণা করা হচ্ছে, বাকি সব ম্যাচ পাকিস্তানেই আয়োজন করা হবে। খুব শিগগিরই বিস্তারিত ঘোষণা দেবে পিসিবি।
আচমকা স্থগিত হয়ে যাওয়ায় লিগে আটটি ম্যাচ বাকি ছিল, যেগুলো দ্রুত শেষ করতে মরিয়া বোর্ড। সোমবার ফ্র্যাঞ্চাইজি প্রতিনিধিদের সঙ্গে বৈঠকেও বসে পিসিবি। তবে বড় একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বিদেশি ক্রিকেটারদের পাওয়া। ইএসপিএন-ক্রিকইনফো জানিয়েছে নিয়েছে, অনেক বিদেশি খেলোয়াড় আর ফিরতে নাও পারেন, যা দলগুলোর ভারসাম্যে প্রভাব ফেলতে পারে।
তবে কিছু দল বিদেশি তারকাদের ফিরে পাওয়ার ব্যাপারে আশাবাদী। এই প্রেক্ষিতে পিসিবি বিকল্প খেলোয়াড়দের নিয়ে একটি ‘রিপ্লেসমেন্ট ড্রাফট’ আয়োজনের চিন্তা করছে, যাতে প্রতিটি দলের শক্তি ধরে রাখা যায়।
পিএসএলের নতুন সূচি আন্তর্জাতিক ক্রিকেটেও প্রভাব ফেলেছে। ২৫ মে পাকিস্তানে বাংলাদেশ দলের টি-টোয়েন্টি সিরিজ শুরুর কথা ছিল—যেদিনই আবার ফয়সালাবাদে হওয়ার কথা পিএসএল ফাইনালের। বিষয়টি মাথায় রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিশ্চিত করেছে, সিরিজ পুনঃনির্ধারণ নিয়ে তারা পিসিবির সঙ্গে “সক্রিয় এবং চলমান আলোচনা” চালিয়ে যাচ্ছে।
চ্যালেঞ্জ থাকলেও পিএসএলের প্রত্যাবর্তন পাকিস্তান ক্রিকেটের জন্য গুরুত্বপূর্ণ। নানা রাজনৈতিক ও কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেও মৌসুম শেষ করতে চায় পিসিবি—দৃঢ় বার্তা দিতে চায় ঘরোয়া ক্রিকেটের শক্তি ও স্থিতিশীলতা সম্পর্কে।