‘মুজিববাদী বামদের’ ক্ষমা নেই: তথ্য উপদেষ্টা

টাইমস রিপোর্ট
1 Min Read
অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম। ছবি: সংগৃহীত

যুদ্ধপরাধীদের সহযোগীদের পাশাপাশি ‘মুজিববাদী বামদের’ বিচার চান তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। রোববার রাতে এক ফেসবুক পোস্টে এ কথা জানিয়েছেন তিনি।

জুলাই অভ্যুত্থানের এই সাবেক ছাত্র নেতা বলেন, ‘৭১ এর প্রশ্ন মীমাংসা করতেই হবে। যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে। বাংলাদেশে রাজনীতি করতে হলে পাকিস্তানপন্থা বাদ দিতে হবে।’

‘পাকিস্তান এদেশে গণহত্যা চলিয়েছে (পাকিস্তান অফিসিয়ালি ক্ষমা চাইলেও, তদুপরি আবারো ক্ষমা চাইতে রাজি হলেও, যুদ্ধাপরাধের সহযোগীরা এখনো ক্ষমা চায়নি)। ইনিয়ে বিনিয়ে গণহত্যার পক্ষে বয়ান উৎপাদন বন্ধ করতে হবে। জুলাইয়ের শক্তির মধ্যে ঢুকে স্যাবোট্যাজ করা বন্ধ করতে হবে। সাফ দিলে আসতে হবে’, যোগ করেন তিনি।

‘মুজিববাদী বামদের ক্ষমা নাই’, উল্লেখ করে মাহফুজ আলম আরো বলেন, ‘লীগের গুম-খুন আর শাপলায়, মোদীবিরোধী আন্দোলনে হত্যাযজ্ঞের মস্তিস্ক এরা। এরা  থার্টি সিক্সথ ডিভিশন। জুলাইয়ের সময়ে এরা নিকৃষ্ট দালালি করেও এখন বহাল তবিয়তে আছে,’ জানান মাহফুজ।

তিনি আরও বলেন, ‘আজ পর্যন্ত মুজিববাদী বামেরা কালচারালি ও ইন্টেলেকচুয়ালি জুলাইয়ের সাথে গাদ্দারি করে যাচ্ছে। দেশে বসে জুলাইয়ের পক্ষের শক্তির বিরুদ্ধে এরা চক্রান্ত করেই যাচ্ছে। লীগের এসকল বিটিম ও শিগগিরই পরাজিত হবে। অন্য কারো কাঁধে ভর করে লাভ নেই।’

শুক্রবার রাতে উপদেষ্টা পরিষদের সভায় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে সিদ্ধান্ত হয়।  সাংবাদিকদের জানান হয়, শিগগিরই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *