আবদুল হামিদের দেশত্যাগে ৪ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা

টাইমস রিপোর্ট
2 Min Read
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ। ফাইল ছবি, উইকি

সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের দেশত্যাগের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে পুলিশের দুইজন কর্মকর্তাকে প্রত্যাহার ও দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনা তদন্তে গঠন করা হয়েছে তিন সদস্যের কমিটি।

বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ সূত্র জানায়, দায়িত্বে অবহেলার অভিযোগে কিশোরগঞ্জের পুলিশ সুপার মুহাম্মদ হাছান চৌধুরী ও ইমিগ্রেশন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তাহসিনা আরিফকে প্রত্যাহার করা হয়েছে। এছাড়া, আবদুল হামিদের বিরুদ্ধে কিশোরগঞ্জের সদর থানায় দায়ের হওয়া মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আজাহারুল ইসলাম ও পুলিশের বিশেষ শাখার (এসবি) এটিএসআই মোহাম্মদ সোলাইমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এদিকে আবদুল হামিদের দেশত্যাগের ঘটনায় পুলিশের অতিরিক্ত আইজিকে (প্রশাসন) প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ তথ্য জানিয়েছেন পুলিশ সদর দপ্তরের এআইজি মিডিয়া এনামুল হক সাগর।

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা কিংবা কোনো বাহিনীর আপত্তি ছিল না বলে জানিয়েছেন পুলিশের একাধিক কর্মকর্তা। নিষেধাজ্ঞা না থাকায় তাকে দেশত‍্যাগে বাধা দেওয়া হয়নি বলে জানান ইমিগ্রেশন পুলিশের কর্মকর্তারা।

জানা গেছে, আবদুল হামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা রয়েছে। গত ১৪ জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় এ মামলাটি করা হয়। মামলার এজাহারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুল এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নামও রয়েছে।

ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের ৯ মাস পর দেশ ছাড়েন ওই সরকারের রাষ্ট্রপতি আবদুল হামিদ। বুধবার দিবাগত রাত ৩টা ৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি ঢাকা ছাড়েন। তিনি চিকিৎসার উদ্দেশে থাইল্যান্ড গিয়েছেন বলে জানা গেছে।

বিমানবন্দর সূত্র জানায়, বুধবার রাত ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান আবদুল হামিদ। সেখানে যাওয়ার পর ইমিগ্রেশনে প্রয়োজনীয় যাচাইবাছাই শেষে দেশ ছাড়ার সবুজ সংকেত পান তিনি।

অন্যদিকে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদকে বিদেশ যেতে সহায়তাকারীদের শাস্তির আওতায় না আনতে পারলে নিজে পদত্যাগ করবেন বলে বৃহস্পতিবার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী।

দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পড়ে স্বরাষ্ট্র উপদেষ্টা এ ঘোষণা দেন।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *