সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর স্ত্রীর প্লট-ফ্ল্যাট জব্দের আদেশ

টাইমস রিপোর্ট
1 Min Read
আসাদুজ্জামান খান কামাল ও তার স্ত্রী লুৎফুল তাহমিনা খান। ছবি: সংগৃহীত

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের স্ত্রী লুৎফুল তাহমিনা খানের চারতলা বাড়ি, প্লট ও ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন।

জব্দ সম্পদের মধ্যে তেঁজগাও থানার মনিপুরিপাড়ায় প্লটসহ ৩৪০০ বর্গফুট আয়তনের চারতলা একটি ভবন, তেঁজগায় এলাকায় জমি ও পল্লবী ১৮৭২ বর্গফুটের একটি ফ্ল্যাট রয়েছে। এসব সম্পদের মূল্য ৬ কোটি ১ লাখ ১২ হাজার ৫০০ টাকা বলে উল্লেখ করেছে দুদক।

একই সঙ্গে ৭ কোটি ৫৮ লাখ ৩৩ হাজার ৪৩৬ টাকাসহ ছয়টি ব্যাংক হিসাব ও দুটি কম্পানির শেয়ার অবরুদ্ধ করা হয়েছে। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

আদালতে দুদকের উপপরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন এ আবেদন করেন।

আবেদনে বলা হয়েছে, আসামি লুৎফুল তাহমিনা খান ১৫ কোটি ৪৬ লাখ ৯৪ হাজার ৫৯১ টাকা মূল্যের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনপূর্বক ভোগ দখলে রেখেছেন। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সরকারের গুরুত্বপূর্ণ পদে থেকে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে লুৎফুল তাহিনাকে অপরাধে সহায়তা করেছেন। তিনি দণ্ডবিধির ১০৯ ধারার এবং আসামি তাহমিনা নিজ নামে এবং তার আংশিক মালিকানাধীন প্রতিষ্ঠানের নামীয় একাধিক ব্যাংক হিসাবে জ্ঞাত আয়ের উৎসবহির্ভূত মোট ৪৩ কোটি ৭৭ লাখ ৭৪৫ টাকা টাকার সন্দেহজনক লেনদেন করেছেন।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *