বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ আইসিসি টেস্ট অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে উঠে এসেছেন দ্বিতীয় স্থানে, যা তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ারের সর্বোচ্চ অবস্থান।
সাম্প্রতিক জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে ব্যাট ও বল হাতে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মিরাজের রেটিং পয়েন্ট দাঁড়িয়েছে ৩২৭, যা তাঁকে এক নম্বরে থাকা ভারতের রবীন্দ্র জাদেজার (৪০০ পয়েন্ট) সবচেয়ে কাছাকাছি অবস্থানে এনে দিয়েছে।
চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় টেস্টে মিরাজ করেন ১০৪ রানের ইনিংস এবং নেন ম্যাচজয়ী পাঁচ উইকেট। দুই ম্যাচে তাঁর মোট রান ১১৬ এবং উইকেট ১৫টি। এই অলরাউন্ড সাফল্যই তাঁকে শীর্ষ পর্যায়ে পৌঁছে দিয়েছে।
অলরাউন্ডারের তালিকার পাশাপাশি ব্যাটিং ও বোলিং র্যাঙ্কিংয়েও উন্নতি করেছেন এই ২৭ বছর বয়সী ক্রিকেটার। ব্যাটারদের তালিকায় আট ধাপ এগিয়ে তিনি এখন ৫৫তম, এবং বোলারদের তালিকায় উঠেছেন ২৪তম স্থানে।
বাংলাদেশ দলের অন্য খেলোয়াড়দের মধ্যেও দেখা গেছে অগ্রগতি। বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম সাত ধাপ এগিয়ে ১৬তম, আর অফস্পিনার নাঈম হাসান ছয় ধাপ এগিয়ে উঠে এসেছেন ৫৪তম স্থানে।
মিরাজের এই উন্নতি বাংলাদেশের টেস্ট দলকে নতুন আত্মবিশ্বাস দিচ্ছে, বিশেষ করে এমন সময়ে যখন দলের র্যাঙ্কিং উন্নয়ন এবং পারফরম্যান্সের ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন উঠছে।