বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল (অব.) শেখ আব্দুল হান্নান ও তার পরিবারের সদস্যসহ মোট ১২ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার ঢাকার মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিব এই আদেশ দেন।
নিষেধাজ্ঞার তালিকায় থাকা ব্যক্তিরা হলেন—শেখ আব্দুল হান্নানের স্ত্রী তাহমিদা বেগম, ছেলে শেখ লাবিব হান্নান ও মেয়ে সানজিদা আক্তার, ওরিয়ন গ্রুপের কর্মকর্তা মেহেদী হাসান, জিল ওয়্যারস লিমিটেডের চেয়ারম্যান জহির উদ্দিন তারিক ও ব্যবস্থাপনা পরিচালক জসিম মো. আল-আমিন, এস আলম গ্রুপের ডিজিএম আরিফ আহমেদ সনি, রিয়াদ আহসান, জাফর আহমদ, পরমাণু শক্তি কমিশনের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ মঞ্জুর আহসান ও তার স্ত্রী নার্গিস খানম।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানিয়েছেন, এয়ার চিফ মার্শাল (অব.) হান্নানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, ঘুষ গ্রহণ, রাষ্ট্রীয় অর্থের অপচয় ও বিদেশে অর্থপাচারের মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে তার এবং সংশ্লিষ্টদের দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রয়োজন হয়।
একই দিনে দুদকের পৃথক আবেদনে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) সাবেক রিপোর্টার শামসুল হক রাজু ওরফে রাজু আহমেদের ব্যক্তিগত গাড়ি জব্দের আদেশ দেন আদালত।
দুদকের উপসহকারী পরিচালক আহাম্মেদ আশরাফ চৌধুরীর করা আবেদনে বলা হয়, রাজু আহমেদ কমিশনে মিথ্যা ও বিভ্রান্তিকর সম্পদের বিবরণ দিয়েছেন। তদন্তে দেখা গেছে, তার ও তার পরিবারের নামে তিন কোটি ৪২ লাখ ৪৫ হাজার টাকার সম্পদ রয়েছে, যা তার বৈধ আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ।