সৌদি পৌঁছেছেন ১২২৪ বাংলাদেশি হজযাত্রী

টাইমস রিপোর্ট
2 Min Read
বাংলাদেশ থেকে এবছরের হজের প্রথম ফ্লাইট পৌঁছলে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলওয়ার হোসেন বিমানবন্দরে হজযাত্রীদের স্বাগত জানান। ছবি: পিআইডি

বাংলাদেশ থেকে প্রথম দফায় সৌদি আরবে পৌঁছেছেন ১২২৪ জন হজযাত্রী। ঢাকার আশকোনা হজ অফিস এ তথ্য নিশ্চিত করেছে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

সোমবার (২৮ এপ্রিল) আশকোনা হজ ক্যাম্পে আয়োজিত এক অনুষ্ঠানে ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন এ বছরের হজ ফ্লাইট কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। এরপর রাত ২টা ১৫ মিনিটে ৩৯৮ জন হজযাত্রী নিয়ে সাউদিয়ার প্রথম ফ্লাইট (এসভি-৩৮০৩) হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশে যাত্রা করে।

সোমবার রাত ও মঙ্গলবার (২৯ এপ্রিল) ভোরের মধ্যে আরও কয়েকটি ফ্লাইটে বাংলাদেশি হজযাত্রীরা সৌদি আরবে পৌঁছান। প্রথম দিনে ১০টি ফ্লাইটে মোট ৪ হাজার ১৮০ জন হজযাত্রীর সৌদি আরবে যাওয়ার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে আটটি ফ্লাইট জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে এবং দুটি ফ্লাইট মদিনার প্রিন্স মুহাম্মদ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, এ বছর বিমান বাংলাদেশ, সাউদিয়া এবং ফ্লাইনাস — এই তিনটি এয়ারলাইন্স ২৩২টি প্রাক-হজ ফ্লাইট পরিচালনা করবে। বিমান ১১৮টি ফ্লাইটে ৪৪ হাজার ৩০৭ জন, সাউদিয়া ৮০টি ফ্লাইটে ৩২ হাজার ৭৪০ জন এবং ফ্লাইনাস ৩৪টি ফ্লাইটে ১৩ হাজার ৬৫ জন হজযাত্রী পরিবহন করবে। ৩১ মে পর্যন্ত প্রাক-হজ ফ্লাইট চলবে।

এ বছর বাংলাদেশ থেকে সৌদি আরবে যাবেন মোট ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী। এর মধ্যে ৫ হাজার ২০০ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৮১ হাজার ৯০০ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন। ফিরতি ফ্লাইট শুরু হবে আগামী ১০ জুন থেকে।

হাজিদের জন্য ইতোমধ্যে মোবাইল অ্যাপের পাশাপাশি রোমিং মোবাইল সিম চালু করা হয়েছে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *