দক্ষিণ ইরানের শহীদ রাজাঈ বন্দরে শনিবার (২৬ এপ্রিল) একটি ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে অন্তত চারজন নিহত এবং ৫০০ জনেরও বেশি আহত হয়েছেন।
বার্তা সংস্থা এপি জানিয়েছে, ধারণা করা হচ্ছে, সেখানে মিসাইল প্রপেলান্ট তৈরির একটি রাসায়নিক উপাদানের চালানের বিস্ফোরণে ওই হতাহতের ঘটনা ঘটে।
এই ঘটনার সময় ওমানের মাসকাটে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে তেহরানের দ্রুত অগ্রসরমান পরমাণু কর্মসূচি নিয়ে তৃতীয় দফার বৈঠক চলছিল।
ইরান সরাসরি কোনো হামলার অভিযোগ না তুললেও, দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বুধবার বলেছিলেন, ‘পূর্বের নাশকতা ও হত্যাচেষ্টার ঘটনা মাথায় রেখে আমাদের নিরাপত্তা সংস্থাগুলো সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।’
প্রথম দিকে ইরানি কর্তৃপক্ষ বিস্ফোরণের কারণ স্পষ্ট করেনি। তবে তারা জানায়, এ ঘটনার সাথে দেশের তেলশিল্পের কোনো সংযোগ নেই।
বেসরকারি নিরাপত্তা প্রতিষ্ঠান অ্যামব্রে জানায়, বন্দরে মার্চ মাসে ‘সোডিয়াম পারক্লোরেট রকেট ফুয়েল’ নামের একটি চালান এসেছিল, যা ইরানের ব্যালিস্টিক মিসাইলের মজুদ পূরণের জন্য আনা হয়।
বিস্ফোরণের পর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, লালচে ধোঁয়া উঠছে এবং বিস্ফোরণের পর কয়েক কিলোমিটার দূরের কাঁচ ভেঙে গেছে। আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘটনার তদন্ত শুরু করেছে। শাহিদ রাজায়ী বন্দর হরমোজগান প্রদেশে অবস্থিত, যা তেহরান থেকে প্রায় এক হাজার ৫০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে, পারস্য উপ-সাগরের প্রবেশমুখ স্ট্রেইট অব হরমুজের পাশে অবস্থিত।