বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কর্মকর্তা পরিচয়ে পাঁচতারা ‘রেডিসন ব্লু’ হোটেলে থাকা-খাওয়ার পাশাপাশি বিমান টিকিটেরও সুবিধা পেয়েছিলেন পলাতক আসামি—এসএম রানা। বিসিবির সভাপতির সরাসরি নির্দেশে এ সুবিধা দেওয়া হয় বলে অভিযোগ করেছেন অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন শায়ের।
জানা গেছে, পুলিশের তালিকাভূক্ত পলাতক আসামি এসএম রানার বিরুদ্ধে রয়েছে একাধিক হত্যা, গুম ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মামলা। অভিযোগ রয়েছে, বরাবরই নারায়ণগঞ্জের এক ‘ভূমিদস্যু’ এবং ওসমান পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ ছিলেন তিনি। ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর ভারতে পালিয়ে যান সাবেক এমপি শামিম ওসমান ও তার শ্যালক তানভির রহমান টিটু। তারা দু’জনই ছিলেন রানার ক্ষমতার উৎস।
এছাড়া বিসিবি সভাপতি ফারুক আহমেদের সাথে এসএম রানার সখ্য দীর্ঘদিনের। দু’জনকে একসঙ্গে অনেক ক্রিকেট ম্যাচেও দেখা গেছে।
সূত্র বলছে, পলাতক অবস্থাতেই ‘দুর্ধর্ষ’ রানা ‘বিসিবির কর্মকর্তা’ পরিচয়ে গত বছর ৩০ অক্টোবর থেকে ১ নভেম্বর– দুইদিন রেডিসন হোটেলে আতিথেয়তা গ্রহণ করেন। সে সময় বিসিবির পক্ষ থেকে তাকে চট্টগ্রাম-ঢাকা বিমানের টিকিটও উপহার দেওয়া হয়।
এ বিষয়ে বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, সরকারের পট পরিবর্তনের পর গা ঢাকা দিয়ে ছিলেন রানা। সবশেষ, এ বছর ১৯ ফেব্রুয়ারি দুবাই পালানোর সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে তাকে নারায়ণগঞ্জের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) হস্তান্তর করা হয়।
এসএম রানার বিরুদ্ধে জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে নির্বিচারে গুলিবর্ষণ, হামলা ও গুমের গুরুতর অভিযোগ রয়েছে (ফতুল্লা মডেল থানার মামলা নম্বর: ১৮/২২-০৮-২০২৪ এবং সদর থানার মামলা নম্বর: ১২/২৭-০৮-২০২৪)।