এবার দল গড়লেন চলচ্চিত্র অভিনেতা ইলিয়াস কাঞ্চন। তার নেতৃত্বে যাত্রা শুরু করল নতুন রাজনৈতিক দল ‘জনতা পার্টি বাংলাদেশ’ (জেপিবি)। এর স্লোগান রাখা হয়েছে ‘গড়বো মোরা ইনসাফের বাংলাদেশ’। শুক্রবার (২৫ এপ্রিল) সকালে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে দলটি আত্মপ্রকাশ করে।

‘জনতা পার্টি বাংলাদেশের’ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন ইলিয়াস কাঞ্চন। মহাসচিব পদে আছেন জাতীয় প্রেসক্লাব ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি, বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ।

আত্মপ্রকাশ অনুষ্ঠানে দলের রূপরেখা, ভবিষ্যৎ পরিকল্পনা ও নির্বাচনি প্রস্তুতির বিষয়ে জানান নেতারা। তারা বলেন, স্বাভাবিকভাবেই সড়ক নিরাপত্তা গুরুত্ব পাবে এই রাজনৈতিক দলে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক প্রতিমন্ত্রী গোলাম সারোয়ার মিলন, বিএনপির সাবেক নেতা ও বিএনএম-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ মোহাম্মদ আবু জাফর, জাতীয় নির্বাচন পর্যবেক্ষক পরিষদের (জানিপপ) চেয়ারম্যান নাজমুল আহসান কলিমুল্লাহসহ আইনজীবী, অবসরপ্রাপ্ত সামরিক-বেসামরিক কর্মকর্তা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ও নিহতদের পরিবারের সদস্য।
সিনে পাড়া থেকে ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলন হয়ে রাজনীতির মাঠ– ইলিয়াসের এই বহুমুখী যাত্রা আগেভাগেই ছিল আলোচনায়। এবার তা বাস্তবে রূপ নিল।
এরই মধ্যে ‘জনতা পার্টি বাংলাদেশ’ দলের নাম নিয়ে আপত্তি জানিয়ে বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ইলিয়াস কাঞ্চনকে আইনি নোটিশ পাঠান ‘জনতার বাংলাদেশ পার্টি’র চেয়ারম্যান শফিকুল ইসলাম সবুজ খান। তার দাবি, ওই দুই দলের নামে মিল থাকায় বিভ্রান্তি তৈরি হচ্ছে।
একই দিন এ নিয়ে সংবাদ সম্মেলনও করেন তিনি। সবুজ খান জানান, গত ১৩ মার্চ জাতীয় প্রেসক্লাবে আরেক সংবাদ সম্মেলনের তার দল আত্মপ্রকাশ করেছে। আর ২০ এপ্রিল দলটির নিবন্ধনের জন্য জাতীয় নির্বাচন কমিশনেও আবেদন করেছেন তিনি।
১৯৯৩ সালের ২২ অক্টোবর চট্টগ্রামের পটিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান ইলিয়াসের স্ত্রী জাহানারা কাঞ্চন। এরপর নিয়মিত অভিনয়ে না করলেও ইলিয়াস নেতৃত্ব দিয়েছেন এফডিসির নানা ক্রিয়ায়। আর টানা ৩২ বছর চালিয়ে গেছেন ‘নিরাপদ সড়ক চাই’র আন্দোলন।