ভারতনিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় প্রাণহানির ঘটনায় গভীর শোক ও তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশে পাঠানো এক শোকবার্তায় এ ঘটনার তীব্র প্রতিবাদ জানান তিনি।
বার্তায় ইউনূস বলেন, ‘কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় নিরীহ মানুষের প্রাণহানিতে আমরা গভীরভাবে শোকাহত। এই জঘন্য ও কাপুরুষোচিত হামলার আমরা তীব্র নিন্দা জানাই। বাংলাদেশ সবসময় সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করে এসেছে এবং ভবিষ্যতেও সেই অবস্থান বজায় রাখবে।’
মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে কাশ্মীরের পেহেলগামে ওই হামলার ঘটনা ঘটে। স্থানীয় সূত্র ও আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে প্রকাশ, জঙ্গল থেকে হঠাৎ বের হয়ে আসা বন্দুকধারীরা পর্যটকদের ওপর এলোপাতাড়ি গুলি চালালে অন্তত ২৬ জন প্রাণ হারিয়েছেন।
ঘটনার পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হামলাটিকে ‘জঘন্য ও অমানবিক’ আখ্যা দিয়ে কঠোর নিন্দা জানান। একই সঙ্গে তিনি হামলাকারীদের বিচারের আওতায় আনার প্রতিশ্রুতি দেন।
বিশ্লেষকরা বলছেন, এই হামলা দক্ষিণ এশিয়ায় নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। আন্তর্জাতিক মহলে সন্ত্রাসবিরোধী ঐক্য আরও জোরদার করার আহ্বান উঠেছে।