মারা গেছেন পোপ ফ্রান্সিস। সোমবার (২১ এপ্রিল) মারা যান তিনি। মৃত্যুকালে তারা বয়স হয়েছিল ৮৮ বছর। ভ্যাটিকান সিটি থেকে বার্তা সংস্থা এপি এ খবর দিয়েছে।
বিশ্ববাসীর হৃদয় জয় করা, দরিদ্রদের প্রতি সহানুভূতিশীল, ইতিহাসের প্রথম লাতিন আমেরিকান পোপ ছিলেন তিনি। পুঁজিবাদ ও জলবায়ু পরিবর্তন নিয়ে তার স্পষ্ট বক্তব্যে অনেক রক্ষণশীল মহল ক্ষুব্ধ হলেও, তিনি বিশ্বজুড়ে সাধারণ মানুষের ভালোবাসা অর্জন করেছিলেন।
ভ্যাটিকান সিটির ডোমুস সান্তা মার্তা চ্যাপেল থেকে পোপের মৃত্যুর খবর ঘোষণা করেন ভ্যাটিকানের ক্যামেরলেনগো কার্ডিনাল কেভিন ফেরেল। সেখানেই বাস করতেন পোপ ফ্রান্সিস।
ফেরেল বলেন, ‘আজ (২১ এপ্রিল) সকালে ৭টা ৩৫ মিনিটে রোমের বিশপ ফ্রান্সিস স্বর্গীয় পিতার ঘরে ফিরে গেছেন। তার পুরো জীবনই ছিল প্রভু ও চার্চের সেবায় নিবেদিত।’
ফ্রান্সিস দীর্ঘদিন ধরে ফুসফুসজনিত জটিলতায় ভুগছিলেন। তরুণ বয়সে তার ফুসফুসের একাংশ কেটে ফেলা হয়েছিল। শ্বাসকষ্টজনিত সঙ্কটে গত ১৪ ফেব্রুয়ারি তাকে রোমের গেমেলি হাসপাতালে ভর্তি করা হয়, যা পরে ডাবল নিউমোনিয়ায় রূপ নেয়। টানা ৩৮ দিন হাসপাতালে কাটান তিনি। ১২ বছরের পোপ জীবনকালে এটি ছিল তার দীর্ঘতম চিকিৎসা।
মৃত্যুর ঠিক আগের দিন, ইস্টার সানডেতে হাজারো মানুষের উদ্দেশে আশীর্বাদ দিতে সেন্ট পিটার্স স্কয়ারে হাজির হন তিনি।