অভিনয়শিল্পী সংঘের ভোটে জিতলেন যারা

admin
By admin
2 Min Read
আজাদ আবুল কালাম ও রাশেদ মামুন অপু । ছবি: সংগৃহীত

অভিনয়শিল্পী সংঘের ২০২৫-২০২৮ মেয়াদে সভাপতি নির্বাচিত হলেন অভিনেতা-নির্মাতা আজাদ আবুল কালাম। সাধারণ সম্পাদক পদে জিতেছেন অভিনেতা রাশেদ মামুন অপু। শনিবার (১৯ এপ্রিল) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ঢাকার সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

সভাপতি পদে ৩১০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আজাদ আবুল কালাম। সভাপতি পদে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন আবদুল্লাহ রানা। সাধারণ সম্পাদক পদে ৩৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন রাশেদ মামুন অপু। তার কাছে হেরে গেছেন অভিনেতা শাহেদ শরীফ খান।

ভোটগণনা শেষে রাত ৯টার দিকে নির্বাচনের ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অভিনেতা খায়রুল আলম সবুজ। নির্বাচন কমিশনার হিসেবে কাজ করেছেন নরেশ ভূঁইয়া ও ফারুক আহমেদ। এছাড়া আপিল বোর্ডে আছেন মামুনুর রশীদ, আবুল হায়াত ও দিলারা জামান।

সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আজিজুল হাকিম, শামস সুমন ও মো. ইকবাল বাবু। তাদের কাছে হেরেছেন আশরাফ টুলু, এস এম আশরাফুল আলম ও এহসানুর রহমান।

যুগ্ম-সাধারণ সম্পাদক পদে জিতেছেন সুজাত শিমুল ও রাজিব সালেহীন। তাদের কাছে পরাজিত হয়েছেন পাভেল ইসলাম, শফিউল আলম বাবু ও কবির টুটুল। সাংগঠনিক সম্পাদক পদে বিজয়ী হয়েছেন মাসুদ রানা মিঠু। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন হিমে হাফিজ। অনুষ্ঠান সম্পাদক পদে জিতেছেন এম এ সালাম সুমন। তার কাছে হেরেছেন সান্ত্বনা সাদিকা ও শাহরিয়ার ফেরদৌস সজীব।

অর্থ সম্পাদক পদে মুহাম্মদ নূর এ আলম ও দপ্তর সম্পাদক পদে মাসুদ আলম তানভীর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

আইন ও কল্যাণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন সূচনা সিকদার। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন সুবর্ণা মজুমদার। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মুকুল সিরাজ। তার কাছে পরাজিত হয়েছেন প্রিন্স রনি। তথ্য ওপ্রযুক্তি সম্পাদক পদে জিতেছেন আর এ রাহুল। তার কাছে হেরেছেন নিলাভ আমান ও মাহাদি হাসান পিয়াল। কার্যনির্বাহী পদে বিজয়ী হয়েছেন এমরান হোসেন, জুলফিকার চঞ্চল, শিউলি আক্তার, এনায়েত উল্লাহ সৈয়দ, আবু রাফা মো. নাঈম, রেজাউল রাজু ও তুহিন চৌধুরী।

এবারের নির্বাচনে ১৯টি পদের জন্য লড়েছেন ৩৮ জন অভিনয়শিল্পী। এছাড়া দুটি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন দুই জন। ভোটার সংখ্যা ছিলেন ৬৯৯ জন। ভোট দিতে আসা অভিনয়শিল্পীদের মধ্যে উল্লেখযোগ্য আফজাল হোসেন, জাহিদ হাসান, সাদিয়া ইসলাম মৌ, তৌকীর আহমেদ, নাতাশা হায়াতসহ অনেকে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *