ভারতীয় চলচ্চিত্র পরিচালক সৃজিত মুখার্জি এখন হাসপাতালে চিকিৎসাধীন। শ্বাসকষ্ট ও টানা মাথা ঘোরার সমস্যায় অসুস্থ হয়ে পড়েন তিনি। চিকিৎসকরা আশ্বস্ত করেছেন, তার শারীরিক অবস্থা স্থিতিশীল। ৪৭ বছর বয়সী এই নির্মাতা এখন ভালো আছেন।
শুক্রবার (১৮ এপ্রিল) রাতে শরীরে অস্বস্তি বোধ করায় হাসপাতালে ভর্তি করানো হয় সৃজিতকে। তার অসুস্থতার খবরে উৎকণ্ঠায় আছেন ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা। তাকে কতদিন হাসপাতালে থাকতে হবে এখনো সেই তথ্য জানা যায়নি।
শনিবার সকালে হাসপাতালে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায়, রক্তে অক্সিজেনের মাত্রা ও রক্তচাপ নির্ধারিত মাত্রার মধ্যেই আছে। তবে তাকে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা।

পয়লা বৈশাখে পশ্চিমবঙ্গের বড় পর্দায় মুক্তি পেয়েছে সৃজিত মুখার্জি পরিচালিত ‘কিলবিল সোসাইটি’। এতে অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায় ও কৌশানী মুখোপাধ্যায়। এটি হলো সৃজিতের ‘হেমলক সোসাইটি’ (২০১২) ছবির সিক্যুয়েল।
সুজিতের পরবর্তী চলচ্চিত্র ‘লহ গৌরাঙ্গের নাম রে’ নির্মাণাধীন আছে। এতে নাম ভূমিকায় দেখা যাবে দিব্যজ্যোতি দত্তকে। নটি বিনোদিনী চরিত্রে থাকছেন শুভশ্রী গাঙ্গুলী। এছাড়া অভিনয় করছেন দর্শনা বণিক, ইশা সাহা।