‘অশোভন অঙ্গভঙ্গি’ করা মতিন কারাগারে

admin
By admin
2 Min Read
অশোভন অঙ্গভঙ্গির অভিযোগে গ্রেপ্তার আব্দুল মতিন। ছবি: ভিডিও থেকে
Highlights
  • পুলিশ জানিয়েছে, নারী নির্যাতন প্রতিরোধে পুলিশ হেডকোয়ার্টার্সের হটলাইন নম্বর চালু রয়েছে। হটলাইন নম্বরগুলো হলো: ০১৩২০০০২০০১, ০১৩২০০০২০০২, ০১৩২০০০২২২২। এ নম্বরগুলো ২৪ ঘণ্টাই সচল রয়েছে।

অটোরিকশায় এক নারী যাত্রীর সঙ্গে ‘অশোভন অঙ্গভঙ্গি’ করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে আব্দুল মতিন নামের ব্যক্তিকে। আনুমানিক ৬০ বছর বয়সী ঐ ব্যক্তির অপকর্মের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে পুলিশ এ পদক্ষেপ নেয়।

ঘটনাটি ১৪ এপ্রিল রাজধানীর ডেমরার স্টাফ কোয়ার্টার থেকে বড়ভাঙা যাওয়ার পথে ঘটে।

বৃহস্পতিবার দুপুরে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল রহমান বলেন, ‘মতিনকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে নারী নির্যাতন ও যৌন নিপীড়নের মামলা হয়েছে। আসামি মতিনের গ্রামের বাড়ি কুমিল্লা। তিনি ডেমরার সানারপাড় মদিনা ট্যাংক এলাকা বসবাস করেন।’

এরআগে বুধবার (১৬ এপ্রিল) সকালে বাংলাদেশ পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে মতিনকে গ্রেপ্তারের তথ্য প্রকাশ করা হয়।

ফেসবুক পোস্টে বলা হয়, সিদ্ধেশ্বরী গার্লস কলেজের এক শিক্ষার্থী গত ১৪ এপ্রিল তার ফেসবুক পেজে দুটি ভিডিও পোস্ট করেন। ভিডিওতে দেখা যায়, একটি অটোরিকশায় তার মুখোমুখি বসা এক বয়স্ক ব্যক্তি বারবার অশোভন অঙ্গভঙ্গি করছেন।

শিক্ষার্থী জানান, তিনি ডেমরার স্টাফ কোয়ার্টার থেকে বড়ভাঙা যাওয়ার জন্য অটোরিকশায় উঠেছিলেন এবং সে সময় এ ঘটনা ঘটে। অটোরিকশা থেকে নামার পর ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলে তিনি ঘটনাটি অস্বীকার করেন।

পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া ভিডিও দুটি দেখে পুলিশ তদন্ত শুরু করে। এরপর মতিনকে শনাক্ত ও গ্রেপ্তার করে।

পুলিশ জানিয়েছে, নারী নির্যাতন প্রতিরোধে পুলিশ হেডকোয়ার্টার্সের হটলাইন নম্বর চালু রয়েছে। হটলাইন নম্বরগুলো হলো: ০১৩২০০০২০০১, ০১৩২০০০২০০২, ০১৩২০০০২২২২। এ নম্বরগুলো ২৪ ঘণ্টাই সচল রয়েছে। এ ধরণের ঘটনার প্রতিকার পেতে হটলাইনে অভিযোগ জানাতে অনুরোধ করা হয়েছে পুলিশের পক্ষ থেকে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *