‘বিএনপি সংস্কারের পক্ষেই, ভিত্তি হবে জনগণ’

টাইমস রিপোর্ট
1 Min Read
জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির বৈঠকে বক্তব্য রাখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ছবি: টিওবি
Highlights
  • 'আমরা এই কমিশন ও বর্তমান সরকারকে সহযোগিতা করছি এই প্রত্যাশায় যে, সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক পটভূমি তৈরি হবে।'

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বিএনপি কখনোই সংস্কারের বিপক্ষে নয়। বরং দলটি সংস্কারের পক্ষে, তবে সবকিছুর ভিত্তি হতে হবে জনগণের সম্মতি।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির বৈঠকের শুরুতে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, ‘বিএনপি সেই দল, যারা দীর্ঘদিন ধরে সংস্কারের কথা বলে আসছে। দেশনেত্রী খালেদা জিয়া বহু আগে ‘ভিশন ২০৩০’ ঘোষণা করেছিলেন, যখন কেউ সংস্কারের উচ্চারণও করেনি।’

সংসদের এলডি হলে সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া এই বৈঠকে অংশ নেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ, নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, আইনজীবী রুহুল কুদ্দুস কাজল এবং সাবেক সচিব নিরুজ্জামান খান।

নজরুল ইসলাম বলেন, ‘আমরা এই কমিশন ও বর্তমান সরকারকে সহযোগিতা করছি এই প্রত্যাশায় যে, সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক পটভূমি তৈরি হবে।’

তিনি আরও বলেন, ‘যদি ঐকমত্যের কোনো আনুষ্ঠানিক সনদ নাও হয়, বিএনপির নিজের সংস্কারপত্র রয়েছে। তবে তা বাস্তবায়নে জনগণের সম্মতিই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

কমিশনের সহসভাপতি আলী রীয়াজ আলোচনার শুরুতে বলেন, ‘আমাদের লক্ষ্য একটি জাতীয় সনদ তৈরি করা, যাতে টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায়।’

 

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *