জামায়াতে ইসলামী আগামী রমজানের আগেই জাতীয় সংসদের নির্বাচন চায়। তার আগে চায় আওয়ামী লীগের বিচার।
বুধবার জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান সাংবাদিকদের এসব কথা জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিকের সঙ্গে বুধবার জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করে। রাজধানীর গুলশানে মার্কিন ডেপুটি হেড অব মিশনের বাসভবনে এ বৈঠক শেষে ডা. শফিকুর রহমান কথা বলেন সেখানে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে।
জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান বিভিন্ন প্রশ্নের জবাবে বলেন, ‘আমরা চাই আগামী রমজানের আগেই যাতে নির্বাচন হয়ে যায়। আমরা সবসময় নির্বাচনে অংশ নিয়েছি। কিন্তু আওয়ামী লীগ সরকার নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দেয়।’

বৈঠক বিষয়ে জামায়াতের আমীর সাংবাদিকদের বলেন, ‘রাজনৈতিক দল হিসেবে তারা আমাদের সঙ্গে বৈঠক করেছে। আগামী নির্বাচন কবে হবে তা জানতে চেয়েছে। আমরা যদি আগামীতে দায়িত্ব পাই, সেক্ষেত্রে আমাদের ইকোনোমিক পলিসি, ফরেন পলিসি কেমন হবে তা জানতে চেয়েছে। এছাড়া আঞ্চলিক বিষয়েও জানতে চেয়েছে। আমরা খোলামেলা আলোচনা করেছি। আমরা তাদের অনুরোধ করেছি, আমাদের দেশ একটা ক্রিটিক্যাল মোমেন্টে আছে। যাতে ট্যাক্স নিয়ে বিবেচনা করা হয়।’
নির্বাচন প্রশ্নে তিনি জানান, আগামী নির্বাচনের জন্য ২০২৬ সালের জুন পর্যন্ত অপেক্ষা করলে বর্ষা, বিভিন্ন ধরনের ঝড় ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা তৈরি হতে পারে। তাই আগামী রমজানের আগেই নির্বাচন চায় জামায়াতে ইসলামী।
শফিকুর রহমান বলেন, ‘সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, এ বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে। কমিটমেন্টে তিনি ঠিক আছেন কি না, আমরা সেটা দেখতে চাই।’
‘আমাদের ভিউ হচ্ছে, নির্বাচন রমজানের আগেই শেষ করতে হবে। জুন পর্যন্ত অপেক্ষা করলে বর্ষা, বিভিন্ন ধরনের ঝড়ঝাপটা ও প্রাকৃতিক দুর্যোগ আসবে, তখন আবার ইলেকশনটা অনিশ্চিত হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দেবে। সে জন্য আমরা চাইছি, ওই আশঙ্কার আগেই যেন নির্বাচন হয়ে যায়।’
আওয়ামী লীগের বিচার প্রসঙ্গে তিনি বলেন, ‘এখনো আহত ব্যক্তিরা হাসপাতালের বিছানায় রয়েছেন। শহীদদের মা, বোন ও স্ত্রীরা কান্নাকাটি করছেন। এ এবস্থায় আওয়ামী লীগের বিচার অবশ্যই হতে হবে। তবে আমরা ন্যায়বিচার চাই।’