ভাস্কর্য শিল্পী মানবেন্দ্র ঘোষের গ্রামের বাড়িতে আগুনের ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সরকার এ ঘটনাকে গুরুত্ব সহকারে দেখছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। এ ঘটনায় পুলিশ ৩ জনকে গ্রেপ্তার করেছে।
মঙ্গলবার দিবাগত ৩টার দিকে ভাস্কর্য শিল্পী মানবেন্দ্র ঘোষের গ্রামের বাড়ির একটি ঘরে আগুন দেয় দুর্বৃত্তরা। তার বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের ঘোষের বাজারে।
এ বিষয়ে মানবেন্দ্র সাংবাদিকদের বলেন, ‘দুর্বৃত্তরা আমার বাড়িতে আগুন দিয়েছে। এখন আমি ও আমার পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তায় ভুগছি। আগুনে একটি ঘরের সবকিছু পুড়ে গেছে। এই মুহূর্তে সরকারের হস্তক্ষেপ কামনা করছি।’
জিডি প্রসঙ্গে তিনি বলেন, ‘পহেলা বৈশাখের দুই দিন আগেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের স্বৈরাচার শেখ হাসিনার মুখাকৃতি নির্মাণের বিষয়ে আমাকে নিয়ে মিথ্যা তথ্য প্রচার করা হয়। পহেলা বৈশাখে আমি শুধু বাঘের মোটিফটি তৈরি করেছি। বিষয়টি নজরে আসার পর আমিসহ আমার পরিবারের নিরাপত্তার জন্য মঙ্গলবার সদর থানার জিডি করেছি। এর পরই রাতে বাড়ির একটি ঘরে আগুন দেওয়া হয়।’

আগুনের খবর পাওয়ার পর পরই ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ড. মানোয়র হোসেন মোল্লা, মানিকগঞ্জ সদর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিন, সিআইডির ক্রাইম সিন ইউনিটের সদস্যসহ আইনশৃঙ্খলা বাহিনী।
জেলা প্রশাসক মানোয়ার হোসেন মোল্লা বলেন, ‘ঘটনা অনুসন্ধানে পুলিশ এবং সিআইডির চৌকস টিম কাজ করছে। আমরা আশাবাদী দ্রুত ঘটনা অনুসন্ধান করে অগ্নিকাণ্ডের সঠিক কারণ সম্পর্কে জানতে পারব। কারণ জানার পর আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।’
তদন্তের মাধ্যমে আগুনের নেপথ্যের যথাযথ কারণ নিরূপণের পাশাপাশি পুড়ে যাওয়া বাড়িটি মানিকগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে পুনর্নির্মাণ করা হবে বলে জানান তিনি।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে। এ ঘটনায় মামলা হয়েছে। ঘটনায় জড়িত ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযান অব্যাহত আছে।
আনন্দ শোভাযাত্রার মোটিফ নির্মাণকারী শিল্পীর বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হাসান খানকে প্রধান করে সাত সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবে এই কমিটি।
শিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুনের ঘটনা আইন শৃঙ্খলা বাহিনী গুরুত্বের সাথে তদন্ত করছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
মানিকগঞ্জের পুলিশ সুপার ইয়াছমিন খাতুন জানিয়েছেন, পুলিশ বাহিনী ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্তকাজ চলছে। কারো জড়িত থাকার প্রমাণ পেলে দ্রুততম সময়ে ব্যবস্থা নেওয়া হবে।