তেজগাঁওয়ে পলিটেকনিক শিক্ষার্থীদের অবরোধ, যাত্রী দুর্ভোগ

টাইমস রিপোর্ট
2 Min Read
রাজধানীর তেজগাঁওয়ে পলিটেকনিক শিক্ষার্থীরা সড়ক অবরোধ করলে যাত্রী দুর্ভোগ দেখা দেয়। ছবি: ইউএনবি
Highlights
  • অবরোধে অংশ নেওয়া শিক্ষার্থীরা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন পলিটেকনিক ইনস্টিটিউট, টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ (টিএসসি) এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী।

ছয় দফা দাবিতে রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তা মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভে নেমেছেন সরকারি ও বেসরকারি পলিটেকনিক শিক্ষার্থীরা। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী শামীমুর রহমান জানান, বুধবার (১৬ এপ্রিল) সকাল ১০টার পর থেকে শিক্ষার্থীরা সাতরাস্তা মোড়ে অবস্থান নেন। সকাল সাড়ে ১০টার দিকে তারা পুরো সড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়।

অবরোধে অংশ নেওয়া শিক্ষার্থীরা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন পলিটেকনিক ইনস্টিটিউট, টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ (টিএসসি) এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী।

বিক্ষোভের কারণে গুরুত্বপূর্ণ ওই এলাকায় যান চলাচলে অচলাবস্থা দেখা দিয়েছে, ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। শিক্ষার্থীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

শিক্ষার্থীদের ছয় দফা

১. পদোন্নতি বাতিল: জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের ৩০% প্রমোশন কোটা বাতিল এবং তাদের অবৈধ নিয়োগ ও পদোন্নতির রায় বাতিল করতে হবে।

২. ভর্তিনীতি সংস্কার: যেকোনো বয়সে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি বাতিল করে চার বছর মেয়াদি আন্তর্জাতিক মানের কারিকুলাম চালু ও একাডেমিক কার্যক্রম ধাপে ধাপে ইংরেজি মাধ্যমে করার দাবি।

৩. ডিপ্লোমা প্রকৌশলীদের মর্যাদা: ১০ম গ্রেডের সংরক্ষিত পদে নিম্নপদে নিয়োগ বন্ধ ও নিয়োগে বৈষম্যের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ।

৪. প্রশাসনে কারিগরি শিক্ষা: কারিগরি শিক্ষাবিহীন ব্যক্তিদের বোর্ড, অধিদপ্তর ও কলেজে নিয়োগ নিষিদ্ধ এবং কারিগরি শিক্ষায় প্রশিক্ষিত জনবল দিয়ে সব শূন্যপদ পূরণ।

৫. স্বতন্ত্র মন্ত্রণালয় ও সংস্কার কমিশন: ‘কারিগরি ও উচ্চশিক্ষা’ নামে পৃথক মন্ত্রণালয় এবং ‘কারিগরি শিক্ষা সংস্কার কমিশন’ গঠন।

৬. টেকনিক্যাল বিশ্ববিদ্যালয়: পলিটেকনিক পাস শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ নিশ্চিত করতে পূর্ণাঙ্গ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং চারটি নবনির্মিত ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তির ব্যবস্থা নিশ্চিত করা।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *