নোয়াখালীর বেগমগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও একজন।
পুলিশ জানিয়েছে, বুধবার (১৬ এপ্রিল) ভোররাত ৪টা ১৫ মিনিটের দিকে নাজিরপুর এলাকার নোয়াখালী-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের জালালের গ্যারেজের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন– বেগমগঞ্জ উপজেলার ফাজিলপুর গ্রামের মো. সজিব হোসেন (১৮) এবং কেন্দুরবাগ গ্রামের সাকিব হোসেন (২০)।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন জানান, লক্ষ্মীপুর থেকে নোয়াখালীর চৌমুহনীগামী একটি বালুভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা আরেকটি ট্রাককে ধাক্কা দেয়। সংঘর্ষে ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সহযোগিতায় ট্রাক কেটে উদ্ধার করা হয় হেলপার সজিব ও চালকের বন্ধু সাকিবকে। পরে তাদের বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।