অভিনেত্রী গুলশান আরা আহমেদ মারা গেছেন

admin
By admin
1 Min Read
গুলশান আরা আহমেদ । ছবি: সংগৃহীত

অভিনেত্রী গুলশান আরা আহমেদ মারা গেছেন।

মঙ্গলবার (১৫ এপ্রিল) ভোর ৬টা ৪০ মিনিটের দিকে তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিলো ৫৯ বছর।

সামাজিক মাধ্যম ফেসবুকে গুলশান আরা আহমেদের আইডিতে এক পোস্টে জানানো হয়, হার্ট অ্যাটাক করেছিলেন তিনি। এরপর তাকে দ্রুত আইসিইউ’তে লাইফ সাপোর্টে নেওয়া হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গুলশান আরা আহমেদের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। সেখানেই মঙ্গলবার তাকে দাফন করা হবে। তিনি স্বামী জালাল উদ্দিন আহমেদ, ছেলে আসিফ আহমেদ হৃদয় ও মেয়ে জাকিয়া রেজওয়ানাসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।

২০০২ সালে বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পী হিসেবে টিভি নাটকে অভিনয় শুরু করেন গুলশান আরা আহমেদ। কাজল আরেফিন অমি পরিচালিত জনপ্রিয় নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ কাবিলার মা ও নোয়াখালীর চেয়ারম্যান চরিত্রে তার অভিনয় আলোচিত হয়েছে।

এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত ‘জংলি’ ছবিতে অভিনয় করেছেন গুলশান আরা আহমেদ। তার অভিনীত চলচ্চিত্রের তালিকায় আছে ‘কদম আলী মাস্তান’, ‘হৃদয়ের কথা’, ‘পোড়ামন’, ‘ডাক্তার বাড়ি’, ‘ভালোবাসা আজকাল’, ‘লাল শাড়ি’।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *