রাজধানীর ডেমরায় পৃথক স্থান থেকে দুইজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকালে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহতরা হলেন—বরিশালের বানারীপাড়া থানার আউয়ার খানবাড়ি গ্রামের মো. মনির হোসেনের মেয়ে লামিয়া আক্তার (১৫), যিনি পরিবারসহ বামৈল পূর্বপাড়া এলাকায় বসবাস করতেন এবং স্থানীয় একটি স্কুলে নবম শ্রেণিতে পড়তেন। অপরজন কুমিল্লার মুরাদনগর উপজেলার পরমতলা গ্রামের খোকন মিয়ার মেয়ে আয়েশা আক্তার নিপা (৩০), যিনি ডেমরার সারুলিয়া এলাকায় একটি বাসায় থাকতেন।
ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) সুজন চন্দ্র রায় বলেন, ‘বিকালের দিকে লামিয়ার পরিবারের বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলছিলেন তিনি।’
তার পরিবার জানিয়েছে, লামিয়ার একজনের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। পরিবার সেই ছেলের সঙ্গে বিয়ে না দেওয়ায় হয়তো আত্মহত্যা করেছে বলে ধারণা করছেন তারা।
অন্যদিকে, ডেমরা থানার আরেক উপপরিদর্শক (এসআই) দুলাল বাড়ৈ বলেন, ‘দুপুরে সারুলিয়া এলাকার একটি বাসা থেকে আয়েশার মরদেহ উদ্ধার করা হয়। ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলছিলেন তিনি।’
তার পরিবার জানিয়েছে, তার স্বামী রাশেদ সৌদি প্রবাসী। বিয়ের ১২ বছর হলেও তাদের কোনো সন্তান নেই। পারিবারিক ও ব্যক্তিগত সমস্যা নিয়ে আয়েশা কিছুদিন ধরে বিষন্নতায় ভুগছিলেন। এ কারণে আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তারা।