দিনাজপুরে দৈনিক উত্তরার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রতিষ্ঠাতা সম্পাদক মুহম্মদ মহসীনের স্মরণসভা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার রামনগরের সম্পাদকীয় কার্যালয়ে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দৈনিক উত্তরার সম্পাদক মো. আহমদ জাকি সুমন এবং সঞ্চালনা করেন পত্রিকার বার্তা সম্পাদক মো. মিন্নাতুল্লাহ মিন্নাত।
এ সময় সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের অর্থ সম্পাদক ও পত্রিকার ইউনিট চিফ আব্দুস সালাম, দিনাজপুরের প্রাচীনতম দৈনিক উত্তরার মুদ্রণ, প্রকাশনা ও বিতরণ নিষিদ্ধের আদেশ প্রত্যাহারের দাবি জানিয়েছেন।
অনুষ্ঠানে স্টাফ রিপোর্টার মো. ইসমাইল হোসেন, সামিন মালিয়াত ঐশ্বর্য, আনোয়ারুল ইসলাম বাবু, প্রশান্ত কুমার রায়সহ পত্রিকার বিভিন্ন উপজেলার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বক্তারা দৈনিক উত্তরার প্রতিষ্ঠাতা সম্পাদক মুহম্মদ মহসীনকে শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং পত্রিকার অতীত গৌরব ও সাংবাদিকতার ভূমিকা তুলে ধরেন।
অনুষ্ঠানের শেষে পত্রিকার প্রতিষ্ঠাতা মরহুম মুহম্মদ মহসীন ও প্রয়াত সাংবাদিকদের স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়।