দেশের বাজারে স্বর্ণের দাম ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। প্রতি ভরি (১১.৬৪৪ গ্রাম) ২২ ক্যারেটের হলমার্ক স্বর্ণের দাম বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৫৯ হাজার ২৭ টাকা, যা আগের তুলনায় ২ হাজার ৪০৩ টাকা বেশি।
বৃহস্পতিবার (১১ এপ্রিল) রাতে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই মূল্যবৃদ্ধির কথা জানিয়েছে। নতুন দাম শুক্রবার (১২ এপ্রিল) থেকে কার্যকর হয়েছে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি (পিওর) স্বর্ণের দাম বৃদ্ধি পাওয়ায় নতুন মূল্যহার নির্ধারণ করা হয়েছে।
নতুন দামের তালিকা অনুযায়ী,
- ২২ ক্যারেটের ভরিপ্রতি স্বর্ণ: ১,৫৯,০২৭ টাকা
- ২১ ক্যারেট: ১,৫১,৭৯৫ টাকা
- ১৮ ক্যারেট: ১,৩০,১১২ টাকা
- সনাতন পদ্ধতির স্বর্ণ: ১,০৭,৩৪৪ টাকা
এর আগে বৃহস্পতিবার পর্যন্ত ২২ ক্যারেট স্বর্ণের দাম ছিল ১,৫৬,৬২৪ টাকা। অর্থাৎ, একদিনের ব্যবধানে ভরিপ্রতি দাম বেড়েছে –
- ২২ ক্যারেট: ২,৪০৩ টাকা
- ২১ ক্যারেট: ২,২৯৭ টাকা
- ১৮ ক্যারেট: ১,৯৭১ টাকা
- সনাতন পদ্ধতি: ১,৬৮০ টাকা
গত ৮ এপ্রিল বাজুস স্বর্ণের দাম ভরিপ্রতি ১,২৪৮ টাকা কমানোর ঘোষণা দিয়েছিল। তখন বিশ্ববাজারে দরপতনের কারণে দাম কমানো হয় বলে জানানো হয়েছিল।
তবে কয়েকদিনের ব্যবধানে আবারও মূল্যবৃদ্ধির ঘোষণা বাজারে স্বর্ণের অস্থিরতা ও উচ্চমূল্যের চাপকে নির্দেশ করছে। এ পর্যন্ত এটি বাংলাদেশের বাজারে স্বর্ণের সর্বোচ্চ মূল্য।