শৃঙ্খলা ভঙ্গ ও আদর্শবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে জাতীয় নাগরিক কমিটির নারায়ণগঞ্জের ফতুল্লা থানা শাখার সদস্য দিলশাদ আফরিনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
স্থানীয় একটি সূত্র জানিয়েছে, দায়িত্বপ্রাপ্ত না হয়েও শহীদ-আহত পরিবারের আর্থিক বিষয় নিয়ে দিলশাদ কাজ করছিলেন বলে অভিযোগ উঠেছে।
জাতীয় নাগরিক কমিটির ভারপ্রাপ্ত সদস্য সচিব আখতার হোসেন স্বাক্ষরিত দিলশাদের বহিষ্কার সংক্রান্ত চিঠিতে উল্লেখ করা হয়, ‘জাতীয় নাগরিক কমিটির নিয়ম ও নীতিমালা অনুযায়ী আপনার সাম্প্রতিক কর্মকাণ্ড সংগঠনের আদর্শ ও শৃঙ্খলার পরিপন্থী। এ কারণে আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও সদস্য সচিব আখতার হোসেনের সুপারিশে আপনাকে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।’
নারায়ণগঞ্জ জেলার দায়িত্বপ্রাপ্ত ও জাতীয় নাগরিক কমিটির সাবেক যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন সাংবাদিকদের জানান, দিলশাদের বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ পাওয়া গিয়েছে। তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ৮ এপ্রিল বহিষ্কার করা হয়।