বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোরশেদ আলমকে কারাগারে পাঠানো হয়েছে।
আওয়ামী লীগের টিকেটে নোয়াখালী-২ আসন থেকে টানা তিনবার নির্বাচিত হওয়া এমপি ও শিল্পপতি মোরশেদ আলমকে মঙ্গলবার রাতে গুলশান থেকে গ্রেপ্তার করেছিল পুলিশ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে গতবছর যে সরকার বিরোধী আন্দোলন হয়েছিল তখন ঢাকার ধানমন্ডিতে মো. শামীম নামে কিশোর নিহত হয়। সে মামলাতেই মোরশেদ আলমকে গ্রেপ্তার দেখিয়ে বুধবার কারাগারে পাঠানো হয়েছে। ঢাকার মহানগর হাকিম শাহিন রেজা তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বেসরকারি টেলিভিশন আরটিভির অন্যতম মালিক মোরশেদ আলম। তিনি বেঙ্গল মিডিয়া করপোরেশন লিমিটেডের কর্ণধার। তার মালিকানাধীন বেঙ্গল গ্রুপের গণমাধ্যম ছাড়াও খাদ্যপণ্য, সিমেন্ট, ইস্পাত, আবাসনসহ বিভিন্ন ব্যবসা রয়েছে।
মোরশেদ আলমকে গ্রেপ্তারের পর বুধবার আদালতে হাজির করা হয়। তার পক্ষে আইনজীবীরা জামিন আবেদন করেন। ধানমন্ডির শামীম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের এসআই শাহীন মিয়া আদালতে তাকে গ্রেপ্তার দেখানোর জন্য পৃথক আবেদন জানান।
তার জামিন আবেদনের বিরোধিতা করেন ঢাকা মহানগর পিপি ওমর ফারুক ফারুকী। উভয়পক্ষের শুনানি নিয়ে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে মোরশেদ আলমকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট বিকেলে ধানমন্ডিতে গুলিবর্ষণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সেখানে দগ্ধ হন শামীম। পরদিন সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর ৩ অক্টোবর ধানমন্ডি থানায় মামলা হয়। শামীমের মা জাহানারা বেগম বাদী হয়ে করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২৮ জনকে আসামি করা হয়।