হলিউড তারকা টম ক্রুজ তিন বছর পর আবারও কান চলচ্চিত্র উৎসবে ফিরছেন। হলিউডের দুনিয়া মাতানো ফ্র্যাঞ্চাইজ ‘মিশন: ইমপসিবল’-এর নতুন পর্ব নিয়ে এবারের উৎসবে হাজির হচ্ছেন তিনি।
কান চলচ্চিত্র উৎসবের অফিসিয়াল ওয়েবসাইটে জানানো হয়েছে, আগামী ১৪ মে গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে বহুল প্রতীক্ষিত ‘মিশন: ইমপসিবল – দ্য ফাইনাল রেকোনিং’ ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে। এটি নির্বাচিত হয়েছে কানের ৭৮তম আসরের প্রতিযোগিতার বাইরে। আগামী ১৩ মে শুরু হয়ে ২৪ মে পর্যন্ত চলবে এবারের উৎসব। আয়োজকদের আশা, ‘টম ক্রুজের ছবিটি দর্শকদের অবিস্মরণীয় সিনেম্যাটিক অভিজ্ঞতা দেবে।’
কান চলচ্চিত্র উৎসবে এ নিয়ে তৃতীয়বারের মতো অংশ নিতে যাচ্ছেন টম ক্রুজ। ১৯৯২ সালে ‘ফার অ্যান্ড অ্যাওয়ে’ ও ২০২২ সালে ‘টপ গান: ম্যাভেরিক’ ছবির জন্য দক্ষিণ ফরাসি উপকূলীয় শহরে এসেছিলেন তিনি। তিন বছর আগে উৎসব আয়োজকরা তাকে সম্মানসূচক স্বর্ণপামে ভূষিত করেছে।

‘মিশন: ইমপসিবল – দ্য ফাইনাল রেকোনিং’ পরিচালনা করেছেন ক্রিস্টোফার ম্যাককোয়ারি। তিনি টম ক্রুজের দীর্ঘদিনের সহকর্মী। ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘মিশন: ইমপসিবল – রোগ নেশন’ থেকে শুরু করে এই সিরিজের ‘মিশন: ইমপসিবল – ফলআউট’ (২০১৮) ও ‘মিশন: ইমপসিবল – ডেথ রেকোনিং পার্ট ওয়ান’ (২০২৩) পরিচালনা করেছেন ৫৬ বছর বয়সী এই আমেরিকান নির্মাতা।
ক্রিস্টোফার ম্যাককোয়ারির সঙ্গে মিলে ‘মিশন: ইমপসিবল – দ্য ফাইনাল রেকোনিং’ প্রযোজনা করেছেন টম ক্রুজ। তারা ও ছবিটির অন্য অভিনয়শিল্পীরা মিলে উদ্বোধনী প্রদর্শনীর আগে কান উৎসবের প্রাণকেন্দ্র পালে দে ফেস্টিভ্যাল ভবনের সামনে লালগালিচায় হাজির হবেন। তাদের মধ্যে থাকছেন আমেরিকান অভিনেত্রী হেইলি অ্যাটওয়েল, অ্যাঞ্জেলা ব্যাসেট, আমেরিকান অভিনেতা ভিং র্যামস, এসাই মোরালেস, ব্রিটিশ অভিনেতা সায়মন পেগ, কানাডিয়ান অভিনেতা হেনরি জেরনি, ফরাসি অভিনেত্রী পম ক্লেমেন্টিয়েফ, কিউবান অভিনেত্রী মারিয়েলা গারিগা।

১৯৯৬ সালে মুক্তি পায় ‘মিশন: ইমপসিবল’। সেই থেকে প্রায় তিন দশক ধরে ইমপসিবল মিশনস ফোর্সের (আইএমএফ) বিশেষ গোয়েন্দা ইথান হান্টের ভূমিকায় দর্শক মাতাচ্ছেন টম ক্রুজ। ‘মিশন: ইমপসিবল – দ্য ফাইনাল রেকোনিং’ সিরিজটির অষ্টম কিস্তি। এর ট্রেলারে ৬২ বছর বয়সী এই আমেরিকান অভিনেতার রুদ্ধশ্বাস কিছু স্টান্টের ঝলক দেখা গেছে। ছবিটির চিত্রনাট্য লিখেছেন ক্রিস্টোফার ম্যাককোয়ারি ও এরিক জেন্ড্রেসেন। এটি নির্মাণে খরচ হয়েছে ৪০ কোটি ডলার (৪ হাজার ৮২০ কোটি ২৫ লাখ টাকার বেশি)।
প্যারামাউন্ট পিকচার্সের পরিবেশনায় আগামী ২১ মে ফ্রান্সে ও ২৩ মে যুক্তরাষ্ট্রে বড় পর্দায় মুক্তি পাবে ‘মিশন: ইমপসিবল – দ্য ফাইনাল রেকোনিং’।