আনুষ্ঠানিক ঘোষণা না এলেও, একাধিক সূত্রে জানা গেছে আগামী ৪ অক্টোবরই হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন। গত ১ সেপ্টেম্বর সিলেটে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ চলাকালীন অক্টোবরের শুরুতে বিসিবি নির্বাচনের ঘোষণা দিয়েছিলেন পরিচালক নাজমুল আবেদীন ফাহিম। সেই ধারাবাহিকতায় ৬ সেপ্টেম্বর এক মিডিয়া বিজ্ঞপ্তিতে নির্বাচন কমিশনও ঘোষণা করেছে বিসিবি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের আসন্ন নির্বাচন ২০২৫ উপলক্ষে নির্বাচনী কমিশন গঠনের ঘোষণা দিয়েছে বিসিবি। বোর্ডের সংবিধান ও বিধি অনুযায়ী, নিম্নলিখিত বিশিষ্ট ব্যক্তিবর্গকে নির্বাচন প্রক্রিয়া পরিচালনা ও সম্পন্ন করার জন্য নিয়োগ দেওয়া হয়েছে:
১. অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট – প্রধান নির্বাচন কমিশনার
২. মোঃ সিবগাত উল্লাহ, বিপিএম, পিপিএম, অতিরিক্ত মহাপরিদর্শক, বাংলাদেশ পুলিশ এবং প্রধান, অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) – নির্বাচন কমিশনার
৩. জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক (যুগ্ম সচিব) – নির্বাচন কমিশনার
নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণার পর দিন জানা যায়, বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও আসন্ন নির্বাচনে লড়তে ইচ্ছুক। যদিও নিকট অতীতে বারবারই বলেছেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার কথা। গত ২ সেপ্টেম্বর, সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শন শেষে বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান জানান, অক্টোবরে অনুষ্ঠেয় বিসিবি নির্বাচনে পরিচালক পদে লড়বেন তিনি।
স্থানীয় সাংবাদিকদের সাথে আলাপকালে আগামী নির্বাচনে অংশগ্রহন করবেন কিনা? এই প্রশ্নের জবাবে বুলবুল বলেন, ‘অক্টোবরের প্রথম সপ্তাহে আমরা ইনশাআল্লাহ নির্বাচন করব। প্রপার ইলেকশনই করব। এখানে সভাপতি নির্বাচন হয় না, এখানে পরিচালকদের নির্বাচন হয়। সেটা প্রথম লক্ষ্য এবং সেখানে থাকার চেষ্টা করব। পরবর্তীতে যদি সুযোগ হয় আমি চেষ্টা করব যেভাবেই হোক বাংলাদেশকে সার্ভ করার জন্য।’