ফখরুলের সঙ্গে পাকিস্তান হাই কমিশনারের সৌজন্য সাক্ষাৎ

টাইমস রিপোর্ট
1 Min Read
বিএনপি মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করেছেন পাকিস্তানের নতুন হাই কমিশনার ইমরান হায়দার। ছবি: টাইমস

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাকিস্তানের নতুন হাই কমিশনার ইমরান হায়দার।

সাক্ষাতের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো পক্ষই কিছু জানাননি। তারা জানান, এটি সৌজন্য সাক্ষাৎ ছিল। দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে মতবিনিময় করা হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে যান পাকিস্তানের হাইকমিশনার।

সাক্ষাতের সময় বিএনপির স্থায়ী কমিটির আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

এর আগে, গত ১৭ আগস্ট রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে নতুন হাইকমিশনার তার পরিচয়পত্র পেশ করেন। ইমরান হায়দার সবশেষ মিয়ানমারে রাষ্ট্রদূত ছিলেন। এর আগে তাজিকিস্তানে রাষ্ট্রদূতের দায়িত্বে ছিলেন।

২০২৩ সালের ডিসেম্বর থেকে ঢাকায় দায়িত্ব পালন করা আহমেদ মারুফ চলতি বছরেরে মে মাসের প্রথমার্ধে হঠাৎ করে ছুটিতে যান। এরপর তিনি আর ফেরেননি।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *