দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৫.৬২ বিলিয়ন মার্কিন ডলার অতিক্রম করেছে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, রেমিটেন্স প্রবাহ এবং বৈদেশিক মুদ্রার সঞ্চয় বৃদ্ধির ফলে রিজার্ভে এই উত্থান ঘটেছে।
রোববার (৬ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী, বর্তমানে দেশের রিজার্ভ দাঁড়িয়েছে ২০.৪৬ বিলিয়ন ডলারে। তবে বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাব অনুযায়ী, মোট রিজার্ভের পরিমাণ ২৫.৬২ বিলিয়ন ডলার।
এর মধ্যে ব্যয়যোগ্য রিজার্ভ রয়েছে প্রায় ১৭ বিলিয়ন ডলারের ঘরে বলে জানা গেছে।