৫০ বছর পর কোটালীপাড়া থানার জমি উদ্ধার

টাইমস রিপোর্ট
1 Min Read
গত মঙ্গলবার গোপালগঞ্জের কোটালীপাড়া থানা তাদের জমি বুঝে পায়। ছবি: টাইমস

গোপালগঞ্জের কোটালীপাড়া থানার বেদখল হয়ে থাকা ৪ একর ৭ শতাংশ জমি প্রায় ৫০ বছর পর উদ্ধার করা হয়েছে।

গত শনিবার দখল করা জমি ছেড়ে চলে যায় ১৩টি পরিবার। পরে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে থানার কাছে জমিটি হস্তান্তর করা হয়।

পুলিশ জানিয়েছে, স্বাধীনতার পর থেকে থানার ভবনের পাশের পরিত্যক্ত জমিতে কয়েকটি পরিবার আশ্রয় নিয়ে বসতবাড়ি গড়ে তোলে। প্রথমদিকে ওই পরিবারগুলো থানার বাবুর্চি ও পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করলেও পরে তাদের আত্মীয়স্বজনও এসে জমি দখল করে বসতি স্থাপন করে।

বছরের পর বছর নোটিশের পরও পরিবারগুলো জমি ছাড়ছিল না। তবে সম্প্রতি আলোচনার ভিত্তিতে তারা জমি ছেড়ে দিলে মঙ্গলবার থানার কাছে তা হস্তান্তর করা হয়।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, ‘দীর্ঘদিন পর জমি বুঝে পেয়েছি। এতে থানার আরও ৪ একর জমি ফিরে এল। আমাদের ফোর্সের আবাসন সংকট রয়েছে। জমি বেদখল থাকায় ভবন তৈরি করতে পারছিলাম না। এখন জমি যেহেতু ফিরে পেয়েছি, আমাদের সদস্যদের আবাসস্থলসহ প্রয়োজনীয় কাজে ব্যবহার করতে পারব।’

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *