নানা অবকাঠামোগত উন্নয়ন করার কারণে বাংলাদেশে কৃষিজমি কমে যাওয়াকে খাদ্য নিরাপত্তার জন্য বড় হুমকি বলে মনে করছেন ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার।
তিনি বলেন, ‘রাস্তাঘাট, টার্মিনালসহ বিভিন্ন রাষ্ট্রীয় উন্নয়ন কাজে কৃষি জমি প্রয়োজন হচ্ছে। তাই আমাদের অন্য কাজে কৃষিজমির ব্যবহার যতটুকু সম্ভব কমাতে হবে। প্রকল্প বাস্তবায়নে এবং অবকাঠামো উন্নয়নের কারণে বাংলাদেশে কৃষিজমি কমছে, যা খাদ্যনিরাপত্তার জন্য একটি বড় হুমকি।’
বুধবার ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে কেন্দ্রীয় ভূমি বরাদ্দ কমিটির ১৫০তম সভায় এসব কথা বলেন উপদেষ্টা।
জাতীয় স্থানিক পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা করে উন্নয়ন প্রকল্প নেওয়ার ওপর জোর দেন তিনি।
আলী ইমাম মজুমদার বলেন, ‘সকল প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের ক্ষেত্রে পরিবেশের অনুশাসন অবশ্যই মেনে চলতে হবে। প্রকল্প বাস্তবায়নের আগে অবশ্যই পরিবেশ ছাড়পত্র নিতে হবে, কারণ বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী, কোনো শিল্প প্রতিষ্ঠান স্থাপন বা প্রকল্প গ্রহণের জন্য পরিবেশ অধিদপ্তর থেকে পরিবেশ ছাড়পত্র নেওয়া বাধ্যতামূলক। এই ছাড়পত্র পেতে হলে প্রকল্প শুরুর আগে পরিবেশগত প্রভাব নিরূপণ সমীক্ষা (EIA) অনুমোদন নিতে হবে এবং সকল পরিবেশগত মান পূরণ করতে হবে।’
সভায় দিনাজপুরে বড়পুকুরিয়া (উত্তর) ২৩০ কোভি সুইচিং উপকেন্দ্রটি উচ্চ ভোল্টেজে উন্নীতকরণের জন্য পার্বতীপুর উপজেলার দুর্গাপাড়া মৌজার কিছু জমি অধিগ্রহণের বিষয়ে আলোচনা হয়। এছাড়া পদ্মাসেতু রেল সংযোগ প্রকল্প বাস্তবায়নের জন্য মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার মোট সাতটি মৌজায় ১১৬ দশমিক ৩৩০৫ একর ভূমি অধিগ্রহণের চূড়ান্ত অনুমোদন দেওয়াসহ বেশকিছু অধিগ্রহণের অনুমোদন দেয় কমিটি।
এসময় উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয় সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক, পরিবেশ মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদসহ অন্যরা।