উখিয়ায় সংঘর্ষে তিন ভাই-বোন নিহত

admin
By admin
1 Min Read
ছবি: সংগৃহীত

কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং পশ্চিম পাড়ায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। নিহতরা সবাই পরস্পরের চাচাতো ভাই-বোন।

বার্তা সংস্থা ইউএনবি জানায়, রোববার (৬ এপ্রিল) সকালে ওই সংঘর্ষ হয়। নিহতরা হলেন—কুতুপালং বাজার জামে মসজিদের খতিব মওলানা আব্দুল্লাহ আল মামুন, তার চাচাতো ভাই আব্দুল মান্নান এবং মান্নানের বোন শাহিনা বেগম।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন জানান, মরদেহগুলো উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।

ওসি আরও বলেন, ‘ঘটনার বিস্তারিত জানার জন্য কাজ চলছে। প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

কুতুপালং বাজার কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী জানান, চাচাতো ভাইদের মধ্যে জমির সীমানা নিয়ে বিরোধের এক পর্যায়ে সংঘর্ষ হয়। এতে তিনজন নিহত হন, তাদের মধ্যে একজন মসজিদের খতিব।

স্থানীয় সূত্র জানায়,  জমির সীমানা নিয়ে দুই পক্ষের বিরোধের জেরে সকালে ওই সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

 

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *